ছুটি বাতিল নয়
}} ছুটি বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করল রাজ্য সরকার। ‘অপারেশন সিঁদুর’-এর সময় আধিকারিকদের ছুটি বাতিল করেছিল কেন্দ্র। সেই নির্দেশ মেনে রাজ্যও একই পদক্ষেপ করে। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে কেন্দ্র তা প্রত্যাহার করলেও, রাজ্যে এত দিন ছুটি বাতিলের আদেশনামা কার্যকর ছিল। সম্প্রতি অর্থ দফতর জানিয়েছে, ছুটি বাতিলের সেই আদেশনামা আপাতত প্রত্যাহার করা হচ্ছে। প্রসঙ্গত, গত ৭ মে নবান্ন জানিয়েছিল, আধিকারিক থেকে কর্মচারী—কেউই ছুটি নিতে পারবেন না। ছাড়তে পারবেন না হেডকোয়ার্টার।
‘সংবিধান সম্মান’
}} সংবিধান রক্ষার শপথ নিয়ে ‘সংবিধান সম্মান সম্মেলন’ করল প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু বিভাগ। মৌলালি যুব কেন্দ্রে বুধবারের ওই সম্মেলনে প্রস্তাব নেওয়া হয়েছে, জেলায় জেলায় এই ধরনের সভা করে কেন্দ্রের বিজেপি এবং রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে সাংবিধানিক কাঠামো ধ্বংস করার প্রক্রিয়ার বিরুদ্ধে জনমত গঠন করা হবে। সংবিধানে ‘ধর্মনিরপেক্ষ’ শব্দটি নিয়ে আসার প্রসঙ্গে বিজেপির সমালোচনার উত্তরে সম্মেলনে বক্তারা বলেছেন, দেশের ধর্মনিরপেক্ষতা শত শত বছরের পুরনো। তাই দেশটা এখনও পাকিস্তান হয়ে যায়নি! সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, প্রাক্তন সভাপতি প্রদীপ ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী, প্রদেশ সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান শামিম আখতার প্রমুখ।
অবমাননার চিঠি
}} আদালতের নির্দেশ মতো ‘অবৈধ’ হিসেবে চিহ্নিত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জিজ্ঞাসাবাদ না করায় সিবিআইকেও আদালত অবমাননার চিঠি পাঠিয়েছেন বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবীরা। একদল বঞ্চিত চাকরিপ্রার্থীর আইনজীবী ফিরদৌস শামিম জানান, কোর্ট নির্দেশ দিয়েছিল যে ‘অবৈধ’ হিসেবে চিহ্নিত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জিজ্ঞাসাবাদ করতে হবে সিবিআইকে। প্রয়োজনে হেফাজতেও নেওয়া যাবে। কিন্তু তা করা হয়নি।
প্রতারণায় ধৃত দুই
}} অনলাইন জুয়া এবং আর্থিক প্রতারণার মামলায় সোনু ঠাকুর ও বিশাল ভরদ্বাজ নামে দু'জনকে গ্রেফতার করেছে ইডি। মঙ্গলবার সোনুকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং বিশালকে গুয়াহাটি থেকে গ্রেফতার করা হয়। বুধবার ধৃতদের বিচার ভবনের বিশেষ সিবিআই কোর্টে হাজির করা হলে তাঁদের ১৩ জুন পর্যন্ত ইডি হেফাজতে পাঠিয়েছেন বিচারক। ইডি সূত্রে খবর, বিদেশ থেকে নিয়ন্ত্রিত একটি অনলাইন জুয়া সংস্থার এজেন্ট সোনু এবং বিশাল। ওই জুয়া এবং প্রতারণার টাকা বিভিন্ন ব্যক্তিদের নামে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করতেন তাঁরা।
হাসপাতালে অশান্তি
}} বহরমপুরের একটি হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মঙ্গলবার রাতে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মৃতের বাড়ির লোকজন হাসপাতালে ভাঙচুর করেছেন। পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। মৃতের পরিবারের মৌখিক দাবি, চিকিৎসায় গাফিলতি হয়েছে ও মৃত্যুর খবর ঠিক সময় দেওয়া হয়নি।