দু’টি বিষয়ে সমান্তরাল ডিগ্রি কোর্স রাজ্যে কতটা সম্ভব, প্রশ্ন শিক্ষা মহলে
নিজস্ব সংবাদদাতা
জাতীয় শিক্ষানীতি অনুযায়ী এখন একসঙ্গে দু’টি বিষয়ে আলাদা ডিগ্রি কোর্স করা সম্ভব। এই নিয়ে ইউজিসি ২০২২ সালে নির্দেশিকা জারি করেছে। কিন্তু পশ্চিমবঙ্গে এখনও তা বাস্তবায়িত হয়নি। এর বাস্তবায়ন কতটা সম্ভব, প্রশ্ন দেখা দিয়েছে তা নিয়েই।
ইউজিসি-র তরফে আগেই জানানো হয়েছে— এ বার থেকে কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাঠক্রমের পড়ুয়ারা তাঁদের
চালু পাঠক্রমের সঙ্গে চাইলে অন্য একটি বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমায় ভর্তি হতে পারবেন। এর জন্য তাঁদের ইউজিসি অনুমোদিত দু’টি পৃথক কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। দু’টি পাঠক্রমের ক্ষেত্রেই
সংশ্লিষ্ট পড়ুয়া হয় দু’টি নিয়মিত ক্লাস, না হয় একটি নিয়মিত এবং একটি অনলাইন ক্লাস অথবা দু’টিই অনলাইন ক্লাসের মাধ্যমে পড়াশোনার সুযোগ পাবেন৷ তবে, এর থেকে পিএইচ ডি-কে বাদ রাখা হয়েছে। সম্প্রতি আরও একটি নির্দেশিকায় জানানো হয়েছে, পূর্বের নির্দেশিকা প্রকাশের আগে যাঁরা স্নাতক কিংবা স্নাতকোত্তরে একসঙ্গে দু’টি বিষয় নিয়ে ডিগ্রি কোর্স সম্পূর্ণ করেছেন, তাঁদের ডিগ্রিও বৈধ বলে গণ্য হবে।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাশিস দাস শুক্রবার জানান, ইউজিসি-র নির্দেশিকার সঙ্গে রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের ‘ম্যাচিং অর্ডার’ তাঁরা এখনও পাননি। তবে, সেই নির্দেশ পেলেও তার বাস্তবায়ন কতটা সম্ভব, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার বলেন, ‘‘রাজ্যের বিশ্ববিদ্যালয় হিসাবে এ ক্ষেত্রে সবার আগে রাজ্যের মতামত জানা প্রয়োজন।’’
যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং সেখানকার পদার্থবিদ্যার অধ্যাপক পার্থপ্রতিম রায় বলেন, ‘‘এই ব্যবস্থা বাস্তবসম্মত নয়। কোনও বিষয়ে উৎকর্ষে পৌঁছতে হলে সংশ্লিষ্ট বিষয়ের গভীরে যাওয়া প্রয়োজন। উচ্চ শিক্ষায় গোটা দুনিয়া জুড়েই তা-ই হয়ে আসছে।’’ তাঁর প্রশ্ন, একাধিক বিষয় পাশাপাশি পড়লে তা কতটা সম্ভব? পড়ুয়াদের এর ফলে বাড়তি চাপের কথাও তিনি মনে করিয়ে দেন।