ওএমআর শিট বিকৃতির নালিশ
}} সমাজমাধ্যমে তাঁর একটি বিকৃত ওএমআর শিট প্রকাশ করেছে ‘ইউনাইটেড টিচিং অ্যান্ড নন-টিচিং ফোরাম’ নামে চাকরিহারাদের একটি সংগঠন। এমনই অভিযোগে সাইবার থানায় অভিযোগ দায়ের করলেন ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’-এর অন্যতম মুখ চিন্ময় মণ্ডল। শুক্রবার চিন্ময় বলেন, ‘‘সিবিআইয়ের উদ্ধার করা আমার একটি ওএমআর শিট এবং অ্যাডমিট কার্ড ফেসবুকে দিয়েছিলাম। সেই ওএমআর শিট বিকৃত করে ওই সংগঠন ফেসবুকে প্রচার করছে। এই পোস্টের মাধ্যমে আমাকে কলঙ্কিত করা হচ্ছে।’’ যদিও ‘ইউনাইটেড টিচিং অ্যান্ড নন-টিচিং ফোরাম’-এর পক্ষে বিপ্লব বিবার বলেন, ‘‘আমাদের যিনি ওই ওএমআর শিট পোস্ট করেছেন, তিনি সমাজমাধ্যমেই অন্য কোনও পোস্ট থেকে তা ফরোয়ার্ড করেছেন বলে জেনেছি।’’ চিন্ময় জানান, ফেসবুকে তাঁর এবং তাঁদের সংগঠনের কয়েক জন চাকরিহারা শিক্ষকের বিরুদ্ধে ভুল তথ্যও ছড়ানো হচ্ছে। বলা হয়েছে, তিনি ও কয়েক জন চাকরিহারা শিক্ষক এসএসসি অফিসে গিয়ে তাঁদের সংগঠনের কয়েক জনের নাম দিয়ে চাকরি ফেরত পাওয়ার জন্য সুপারিশ করেছেন।
রাস্তা মেরামতি
}} চলতি বছরে বর্ষার আগেই ভাঙা রাস্তা মেরামতি শুরু করল হাওড়া পুরসভা। পুরসভার দাবি, ইতিমধ্যে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে ২৬২টি রাস্তা মেরামত করা হয়েছে। তৈরি হয়েছে কয়েকটি রাস্তা। আরও ২৩ কোটি টাকা বরাদ্দ হয়েছে সংযুক্ত এলাকা ৪৫-৫০ নম্বর ওয়ার্ডের রাস্তা মেরামতির জন্য। চেয়ারপার্সন সুজয় চক্রবর্তী জানান, পঞ্চাননতলা রোড, নেতাজি সুভাষ রোড, মহেন্দ্র ভট্টাচার্য রোড হয়ে রামরাজাতলা এবং বেলিলিয়াস রোডের মতো বড় রাস্তাগুলির সংস্কার শুরু হয়েছে। গলিপথগুলি কংক্রিটের করা হয়েছে।
ছানির সমস্যা
}} চোখে ছানি পড়লেও দৃষ্টিশক্তির মারাত্মক ক্ষতি না হওয়া পর্যন্ত অস্ত্রোপচার করাতে রাজি হন না অনেকে। পুরনো এই ধারণা দূর করতে সচেতনতা বৃদ্ধি একমাত্র পথ। শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে একটি বেসরকারি হাসপাতাল আয়োজিত আলোচনাসভায় এমনই দাবি করলেন চিকিৎসকেরা। বিশ্বে প্রতি বছর জুন মাসকে ছানি সচেতনতার মাস হিসাবে পালন করা হয়। সেই সূত্রেই চলতি মাসে ছানি সম্পর্কে সচেতনতা বাড়ানোর বিভিন্ন কর্মসূচি নিয়েছে ওই হাসপাতাল। বিশ্বে মোট অন্ধত্বের ৫০ শতাংশের কারণ ছানি। কিন্তু ঠিক সময়ে রোগ নির্ণয় ও চিকিৎসা করা গেলে অন্ধত্ব দূর করা সম্ভব। দেশে প্রতি বছর ৮৫ লক্ষ ছানি অস্ত্রোপচার হলেও এখনও গ্রামীণ এলাকা ও পিছিয়ে পড়া সম্প্রদায়গুলিতে সমস্যা রয়ে গিয়েছে। তাই ৪০ বছর বা তার বেশি বয়সি মানুষের প্রাথমিক ভাবে ছানির সমস্যা চিহ্নিত করা এবং ঠিক সময়ে চিকিৎসা শুরুর লক্ষ্যেই তাঁরা পদক্ষেপ করছেন বলে জানান দিশা চক্ষু হাসপাতালের চেয়ারম্যান তথা এমডি চিকিৎসক দেবাশিস ভট্টাচার্য।
শহরে প্রদর্শনী
}} রানারদের লণ্ঠন দেখতে কেমন ছিল? ১৮৫৩ সালে রেলের সিগন্যালে কেমন লণ্ঠন ব্যবহার হত? কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরের সময়ে দিল্লির দরবারের স্মারক থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামীদের নিষিদ্ধ লিফলেট, পরাধীন ভারতে সিনেমার বিজ্ঞাপন, নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে লেখা চিঠি। বিশ শতকের প্রথম পাঁচ দশকে স্বদেশি আন্দোলন থেকে ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের নানা নিদর্শন দেখা যাচ্ছে শেক্সপিয়র সরণির শ্রীঅরবিন্দ ভবনে প্রদর্শনীতে। কলকাতা কথকতা আয়োজিত, ২০ জন সংগ্রাহকের এই প্রদর্শনী শুরু হল শুক্রবার। চলবে কাল, রবিবার পর্যন্ত। সময় দুপুর তিনটে থেকে রাত আটটা।