সমস্যায় দীপিকা?
এ বার নাগ অশ্বিনের ছবি থেকেও বাদ পড়তে পারেন দীপিকা পাড়ুকোন। কথা ছিল, পরিচালকের ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির পরবর্তী পর্বে প্রভাসের সঙ্গে থাকবেন দীপিকাও। তবে সদ্য মা হয়েছেন অভিনেত্রী। মেয়ে দুয়াকে সময় দিতে সেটে আট ঘণ্টা কাজের সময় বেঁধে দিয়েছেন তিনি। সম্প্রতি তা নিয়ে ‘স্পিরিট’ ছবির পরিচালক সন্দীপ রেড্ডি ভঙ্গার সঙ্গে সমস্যায় জড়ান নায়িকা। ফলে সেই ছবি থেকে দীপিকাকে বাদ দেন সন্দীপ।
পরিচালক অশ্বিনকেও নাকি সেটে কাজের সময় কমানোর জন্য অনুরোধ করেছেন দীপিকা। আর এর পরেই নায়িকাকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন নির্মাতারা। শোনা যাচ্ছে, ছবিতে দীপিকার দৃশ্য কমানোর কথা ভাবছেন অশ্বিন। দীপিকার জায়গায় অন্য কোনও অভিনেত্রীকে নেওয়া যায় কি না তা নিয়েও চিন্তাভাবনা চলছে।
সময় বেঁধে দেওয়া নিয়ে দীপিকাকে সমস্যায় পড়তে হলেও, ইন্ডাস্ট্রিতে অনেকেই পাশে দাঁড়িয়েছেন তাঁর। তাঁর দাবি ‘ন্যায্য’ বলে সমর্থন করেছেন সেফ আলি খান, অজয় দেবগণ, পরিচালক মণি রত্নম। এ বার থেকে আট ঘণ্টার বেশি কাজ করবেন না বলে জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠীও। তবে ‘হাউসফুল ফাইভ’-এর পরিচালক তরুণ মনসুখানির বক্তব্য, আগে থেকে জানানো হলে আট ঘণ্টা শিফটে অসুবিধে নেই, কিন্তু সে ক্ষেত্রে শুটের দিন বাড়বে।