প্রস্তুতি শুরু সুনীলদের, সুযোগ কাজে লাগানোর বার্তা মানোলোর
নিজস্ব সংবাদদাতা
তাইল্যান্ডের বিরুদ্ধে হারের সঙ্গে সঙ্গেই বড় ধাক্কা খেয়েছে ভারতীয় শিবিরে। চোটের জন্য ছেড়ে দিতে হয়েছে বঙ্গ ডিফেন্ডার শুভাশিস বসুকে। তিনি তাইল্যান্ডের বিরুদ্ধে ম্যাচেও ছিলেন না। ভারতীয় দলের রক্ষণও তথৈবচ পারফরম্যান্স করেছে। ০-২ গোলে হারতে হয়েছে। এ বারে সব ভুলে হংকংয়ের বিরুদ্ধে জয় পেতে মরিয়া সুনীল ছেত্রীরা।
বৃহস্পতিবার রাতেই দীর্ঘ ১৬ বছর পরে হংকংয়ে পা রেখেছে ভারতীয় দল। আগামী মঙ্গলবার হংকংয়ের বিরুদ্ধেই এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে খেলবেন সুনীলরা। শুক্রবার সন্ধে থেকে প্রস্তুতি শুরু করে দিল ভারত। ১৬ বছর আগে হংকংয়ের মাটিতে ফ্রেন্ডলি ম্যাচে ১-২ হেরেছিলেন সুনীলরা। তিনি ছাড়াও সেই দলে ছিলেন মহেশ গাউলি- যিনি এখন ভারতের সহকারী কোচ।
হংকংয়ে পা দিয়েই তাদের ম্যাচ দেখতে গিয়েছিলেন মহেশ। সেই ফ্রেন্ডলি ম্যাচে নেপালের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে হংকং। যা নিয়ে ভারতের সহকারী কোচ বলেন, “হংকং আগের থেকে অনেকটা উন্নতি করেছে। তবে নেপাল নিজেদের রক্ষণ দারুণ ভাবে সামলেছে। আমরা গত বার যোগ্যতা অর্জন পর্বে কলকাতায় হংকংকে হারিয়েছিলাম। কিন্তু এই দল সম্পূর্ণ আলাদা। তাই আমাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে।”
৪৫ বছরের প্রাক্তন ফুটবলার যোগ করেন, “তাইল্যান্ডের বিরুদ্ধে হার থেকে আমরা ইতিবাচক শিক্ষা পেয়েছি। আমরা প্রচুর সুযোগ তৈরি করেছিলাম। সেই সুযোগ নষ্ট না করলে হয়তো জিতেই মাঠ ছাড়তাম।”
হংকংয়ের বিরুদ্ধে ম্যাচের আগে একই কথার প্রতিধ্বনি শোনা গিয়েছে মানোলোর গলাতে। তাঁর কথায়, “আত্মসমালোচনা ছাড়া উন্নতি হয় না। হংকংয়ের বিরুদ্ধে সুযোগ নষ্ট করলে চলবে না।”
প্রস্তুতি: হংকংয়ের মাটিতে অনুশীলনে সুনীল। এআইএফএফ