‘কোভিডের থেকেও ভয়ঙ্কর কিছু হতে পারে’
ওয়াশিংটন ডিসি, ৮ জুন: করোনা অতিমারির সময়ে একটা সূত্রের দাবি
ছিল, চিন পরীক্ষাগারে করোনাভাইরাস তৈরি করেছে। সেই থেকেই বিপত্তি। সম্প্রতি আমেরিকায় বিপজ্জনক ছত্রাক নিয়ে এক চিনা বিজ্ঞানী দম্পতি ধরা পড়ার পরে সেই ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
কয়েক দিন আগে আমেরিকার ডেট্রয়েট বিমানবন্দর হয়ে ফিউসারিয়াম গ্রামিনিয়ারাম নামের ছত্রাকটি তাঁরা মিশিগান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে নিয়ে এসেছিলেন। গম, বার্লি, ভুট্টা ও ধানগাছে ভয়াবহ মড়ক লাগিয়ে দিতে পারে এটি। বিপজ্জনক সেই প্যাথোজেন আমেরিকায় পাচার করে আনার অভিযোগে এফবিআই ওই দুই চিনা তরুণ-তরুণীকে গ্রেফতার করে। তাঁদের নাম ইয়াংকিং জিয়ান (৩৩) এবং জ়ুনইয়ং লিউ (৩৪)। মিশিগানের অ্যাটর্নির দফতর জানিয়েছিল, ধৃতদের বিরুদ্ধে ষড়যন্ত্র, চোরাচালান, মিথ্যা বয়ান দেওয়া, ভিসা জালিয়াতি-সহ বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে। সেই প্রসঙ্গে আমেরিকার এক চিন বিশেষজ্ঞ গর্ডন চ্যাং সাক্ষাৎকারে বলেন, চিনা দম্পতির ওই কাজ আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ বলে ধরে নেওয়া যায়। আমেরিকা যদি এখনই চিনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না করে, তাহলে তা কোভিডের থেকেও ভয়ঙ্কর কিছু ডেকে আনতে পারে। কআমেরিকার বিচার বিভাগ ওই ছত্রাকটিকে সম্ভাব্য কৃষিসন্ত্রাসের হাতিয়ার বলে চিহ্নিত করেছে। যার জেরে প্রতি বছর কোটি কোটি ডলার ক্ষতি হতে পারে আমেরিকার।
সংবাদ সংস্থা