রাস্তা সারাইয়ের দাবিতে অবরোধ
নিজস্ব সংবাদদাতা
বিভিন্ন জায়গা ভেঙেচুরে যাওয়ায় রাস্তায় হাঁটাই দায় হয়ে উঠেছে। অবিলম্বে সেই রাস্তা, কাদিহাটি রোড মেরামতির দাবিতে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। রবিবার, উত্তর দমদম পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে। নারায়ণপুর থানার পুলিশ গেলে তাদের সামনেও বিক্ষোভ চলে। বাসিন্দারা দাবি তোলেন, স্থানীয় পুরপ্রতিনিধি অশোক বিশ্বাসকে হাজির হয়ে রাস্তা সারাইয়ের প্রতিশ্রুতি দিতে হবে। বেশ কিছু ক্ষণ পরে অবরোধ ওঠে। পরে পুরপ্রতিনিধি জানান, কাদিহাটি রোড দীর্ঘমেয়াদি ভিত্তিতে সংস্কারের পরিকল্পনা করা হয়েছে। এর জন্য কিছুটা সময় লাগছে।