বিবিধ
ইমামি আর্ট: ১১-৭টা। ‘দ্য জিওমেট্রি অব অর্ডিনারি লাইভস’। প্রশান্ত সাহুর কাজ। ‘রি-ফিগারিং’। বিভিন্ন শিল্পীর কাজ। গ্যালারি চিত্রলেখা (৭০/২, সেলিমপুর রোড): ২-৮টা। গোপাল ঘোষের কাজের প্রদর্শনী। গগনেন্দ্র শিল্প প্রদর্শশালা: ৬-৩০। ‘দ্য স্পেস বিটুইন’। বিভিন্ন শিল্পীর কাজ। আয়োজনে আরশি ফাউন্ডেশন। রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম (এন্টালি): ৬টা। স্বামী অখণ্ডানন্দ স্মারক বক্তৃতায় অমর মুখোপাধ্যায়। পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়: ১১টা। ‘সংবাদ পাঠ ও সঞ্চালনা’ বিষয়ে কর্মশালা। পরিচালনা- দেবাশিস বসু ও পল্লব মুখোপাধ্যায়। আয়োজনে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগ। রবীন্দ্র সদন: ৪-৪৫। বর্ষায় রবীন্দ্রনাথের গান ‘বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলা’। আয়োজনে অনন্য মিউজ়িক।