পুরীতে নাড়ু ‘চুরি’
}} জগন্নাথের পথ্যি দশমূল নাড়ু বা মোদক চুরির অভিযোগে বিতর্ক দানা বেঁধেছে। স্নানযাত্রার পরে জগন্নাথের জ্বর হলে দশটি গাছের শিকড়ে তৈরি আয়ুর্বেদিক নাড়ু ওষুধ হিসেবে তাঁকে দেন শ্রীমন্দিরের বৈদ্য। প্রবীণ দয়িতাপতি জগন্নাথ সোয়াইন মহাপাত্র চুরির অভিযোগ তোলেন। হলধর দাস মহাপাত্র লিখিত অভিযোগ জানান। তবে ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন অভিযোগ নস্যাৎ করেন। প্রবীণ সেবায়েত রামচন্দ্র দয়িতাপতি বলেন, “প্রভু জগন্নাথের নাড়ু গোনাগুনতি করে তৈরি হয় না। ভক্তরাও দয়িতাপতিদের থেকে ভাগ পান।”
অভিজিতের স্বাস্থ্য
}} ক্রমশ সুস্থ হয়ে উঠছেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গতকাল তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখতে দিল্লির এমস হাসপাতালে যান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি সভাপতি জে পি নড্ডা। আজ তাঁর সঙ্গে দেখা করতে যান বিজেপি সাংসদ সৌমিত্র খান। সাংসদের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও, পুরোপুরি সুস্থ হতে বেশ কিছুটা সময় লাগবে বলে সৌমিত্রকে জানিয়েছেন চিকিৎসকেরা।
ক্ষমতা সিডিএস-কে
}} সেনার তিন বাহিনীর মধ্যে সমন্বয় বাড়াতে তিন বাহিনীর জন্য যৌথ নির্দেশ দেওয়ার ক্ষমতা দেওয়া হল চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) অনিল চৌহানকে। আজ কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বিষয়টি অনুমোদন করেন। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে বলা হয়েছে, তিন বাহিনীর স্বচ্ছতা, সমন্বয় ও প্রশাসনিক দক্ষতা বাড়াতেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুরু পরিষেবা
}} পশ্চিম এশিয়ার আকাশ খুলে যাওয়ার সঙ্গেই সঙ্গেই ওই অঞ্চল ছাড়াও ইউরোপের বিভিন্ন গন্তব্যে উড়ান পরিষেবা শুরু করার কথা জানালো এয়ার ইন্ডিয়া। ইউরোপের বিভিন্ন দেশে বুধবার থেকেই পরিষেবা খুলে দেওয়া হচ্ছে। আমেরিকা এবং কানাডার বিভিন্ন গন্তব্যে দ্রুত উড়ান পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে দাবি সংস্থার।