কখন, কোথায়, কী ভাবে
n বুধবার বেলা ১২টা ০৫: কলেজে পৌঁছন নির্যাতিতা পড়ুয়া
n বিকেল ৪টে: বাড়ি ফেরার জন্য কলেজের গেটে পৌঁছন তিনি, তখনই মনোজিৎ তাঁকে ইউনিয়ন রুমে ডাকে
n সন্ধ্যা ৬টা ১০: বাড়ি ফিরতে চাইতেই তাঁকে আরও কিছু ক্ষণ থাকতে বলে মনোজিৎ
n সন্ধ্যা ৭টা ৩০: ছাত্র ইউনিয়নের জিএস তরুণী ইউনিয়ন রুম থেকে বেরোতেই বাইরে গিয়ে সেই ঘরের দরজা বন্ধ করে দেয় জাইব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায়, অভিযোগ
n ৭টা ৩৫: অভিযোগ, ইউনিয়ন রুমের মধ্যে তরুণীকে যৌন হেনস্থা করে মনোজিৎ
n ৭টা ৪৫: বাধা দেওয়ার প্রবল চেষ্টা করে শ্বাসকষ্ট শুরু নির্যাতিতার
n ৭টা ৫০: দাবি, নির্যাতিতার চিৎকারে ভিতরে ঢোকে বাকি দু’জন
n ৮টা: তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার অনুরোধ করেন নির্যাতিতা, জাইব একটি ইনহেলার এনে দেয়
n ৮টা ৩০: ইউনিয়ন রুম থেকে বেরিয়ে যেতে গেলে পাশেই নিরাপত্তারক্ষীর ঘরে জোর করে ঢোকানো হয় নির্যাতিতাকে, সেখানে নিরাপত্তারক্ষী ছিলেন না
n ৮টা ৩৫: অভিযোগ, তিন জনই ঢোকে সেই ঘরে এবং যৌন নিগ্রহে বাধা দিতে গেলে পড়ুয়ার মাথায় আঘাত করা হয়, মারা হয় হকিস্টিক দিয়েও
n ৮টা ৫০: অভিযোগ, বাকি দু’জনের উপস্থিতিতেই মনোজিৎ ধর্ষণ করে ওই পড়ুয়াকে
n রাত ১০টা: ঘর থেকে বেরিয়ে যায় তিন জন
n রাত ১০টা ৫০: নির্যাতিতা ইউনিয়ন রুমে গেলে তাঁর প্রেমিককে খুন করার এবং মা-বাবাকে গ্রেফতার করানোর হুমকি দেওয়া হয়
n রাত ১১টা: কলেজ থেকে বেরিয়ে বাবাকে ফোন করে নিয়ে যেতে বলেন নির্যাতিতা
n বৃহস্পতিবার বিকেল ৪টে ৪৫: কসবা থানায় এফআইআর দায়ের
n রাতের মধ্যেই তিন জন গ্রেফতার
সূত্র: পুলিশের কাছে করা নির্যাতিতার অভিযোগপত্র