সুপ্রিম কোর্টে ট্রাম্পের ‘জয়’
}} আমেরিকান সুপ্রিম কোর্টের একটি রায়ে বড়সড় স্বস্তি পেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্টের দেওয়া ‘এগ্জ়িকিউটিভ’ নির্দেশে হস্তক্ষেপ করার অধিকার ফেডেরাল আদালতের বিচারকদের নেই বলে পর্যবেক্ষণ আমেরিকান শীর্ষ আদালতের। সুপ্রিম কোর্টের ৬ জন রক্ষণশীল বিচারপতি এই রায়ে সায় দিলেও তিন উদারপন্থী বিচারপতি এর বিরোধিতা করেছিলেন। কিন্তু সংখ্যাগরিষ্ঠতার বিচারে তাঁরা হেরে গিয়েছেন। সুপ্রিম কোর্টের এই রায় ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্ত কার্যকর করার ক্ষেত্রে এক বড় জয় বলে মনে করা হচ্ছে। আমেরিকার ভবিষ্যৎ প্রেসিডেন্টদের ক্ষেত্রেও এই রায় বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের। গত জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই আমেরিকায় জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার পাওয়া আটকাতে একটি ‘এগ্জ়িকিউটিভ’ নির্দেশে সই করেছিলেন ট্রাম্প। কিন্তু মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, ওয়াশিংটনের মতো কিছু প্রদেশের ফেডেরাল আদালত সেই নির্দেশে ‘ইনজাংশন’ দিয়েছিল। যার বিরুদ্ধে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয় ট্রাম্প প্রশাসন। সুপ্রিম কোর্টের বিচারপতি অ্যামি কোনি ব্যারেটের মতে, আমেরিকান কংগ্রেসে নেওয়া কোনও সিদ্ধান্তে হস্তক্ষেপের অধিকার ফেডেরাল আদালতের বিচারকদের নেই।
যুদ্ধবিমান নিয়ে
}} দু’সপ্তাহ ধরে কেরলের মালাবার উপকূলে দাঁড়িয়ে রয়েছে ব্রিটিশ বায়ুসেনার যুদ্ধবিমান ‘এফ-৩৫বি লাইটনিং টু’। শুক্রবার তিরুঅনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করা ওই যুদ্ধবিমানকে ভারত ‘হ্যাঙ্গারে’ নিয়ে যাওয়ার অনুরোধ করেছে। প্রথমে সেই প্রস্তাব খারিজ করলেও পরে মেনে নেয় ব্রিটিশ নৌসেনা।