ঠাণ্ডা বেশিই
}} শীতাতপ যন্ত্রে (এসি) তাপমাত্রা নির্দিষ্ট সীমার মধ্যে বেঁধে দেওয়ার পরিকল্পনা করছিল কেন্দ্র। যদিও শুক্রবার পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের স্পষ্ট বার্তা, এসি-র তাপমাত্রা ২০-২৮ ডিগ্রি সেলসিয়াসে বাঁধার সিদ্ধান্ত এখন কার্যকর না হওয়ারই সম্ভাবনা। বরং ভবিষ্যতে ধাপে ধাপে তা করা হতে পারে। এমনকী এর প্রয়োজনীয়তা ২০৫০ সালের পরে হবে বলেও মন্তব্য করেন তিনি। মাসের শুরুতে কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী মনোহর লাল খট্টর এসি-র তাপ বাঁধার প্রস্তাব সামনে এনেছিলেন।
ডাকঘরে ডিজিটাল
}} অগস্ট থেকে দেশের সব ডাকঘরে ডিজিটাল লেনদেন পরিষেবা শুরু হবে। সরকারি সূত্রের খবর, এ জন্য প্রযুক্তি পরিকাঠামো তৈরির কাজ শেষ। ফলে এ বার থেকে কিউ-আর কোড ব্যবহার করে লেনদেন সারতে পারবেন গ্রাহক। কর্নাটকে তার পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে।
নির্মলার বার্তা
}} দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে বেশি করে জরুরি কর্পোরেট ক্ষেত্রে ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শুক্রবার ব্যাঙ্কিং শিল্পের সঙ্গে বৈঠকে তাদের মুনাফা বজায় রাখা, ঝুঁকি কমানোর উপরেও জোর দেন নির্মলা। পাশাপাশি, ১ জুলাই থেকে দেশের গ্রামাঞ্চলে সকলের কাছে সরকারি প্রকল্পের প্রসার কর্মসূচির কথাও বলেন তিনি।