শাহের পাল্টা অটলের উদ্ধৃতি তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি, ২৭ জুন: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইংরেজি ভাষা নিয়ে মন্তব্যজনিত বিতর্কে আজ পাল্টা বয়ান রাখল তৃণমূল। দলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েনের কথায়, “আপনারা অমিত শাহের মন্তব্য শুনেছেন। কিন্তু অন্যরা ইংরেজি নিয়ে কী ভেবেছেন? আমরা পাল্টা ভাষ্য তুলে ধরতে পারি। মহাত্মা গান্ধী থেকে বি আর অম্বেডকর, সি রাজাগোপালাচারি, মৌলানা আবুল কালাম আজাদ, অটলবিহারী বাজপেয়ী, সর্বপল্লী রাধাকৃষ্ণন কী বলেছেন সেটাও দেখে নিতে পারি। এরপর আপনারাই স্থির করুন, কোন দিকে থাকবেন।” এঁদের প্রত্যেককেই উদ্ধৃত করেছেন তৃণমূল নেতা। বাজপেয়ীর উদ্ধৃতি দিয়ে বলেন, “আমাদের ইংরেজি খুবই ভাল এবং সেটা দেশের গর্ব। এই
কারণেই প্রযুক্তিতে দেশের মানুষ এত ভাল করছে আর চিনেরা বাইরে তাদের লোক পাঠাচ্ছে ভাষাটি
শেখার জন্য।”
ডেরেকের কথায়, “ভারতের মতো বৃহৎ এবং বৈচিত্রপূর্ণ দেশে ইংরেজি শুধুমাত্র একটি ভাষা নয়, সবাইকে মেলানোর একটি উপায়ও বটে। ইংরেজি একটি যন্ত্রবিশেষ যা উপরের দিকে বেড়ে উঠতে আরও বড় জগতের সঙ্গে পরিচিতি হতে সাহায্য করে।”