গণতন্ত্রে আঘাত দেশের বৃহত্তম বিপদ: রাহুল
বোগোটা, ২ অক্টোবর: বিদেশের মাটিতে ফের নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কলম্বিয়ার ইআইএ বিশ্ববিদ্যালয়ের একটি সভায় তিনি বললেন, ‘গণতন্ত্রের উপরে আক্রমণই সব চেয়ে বড় বিপদ’। ওই সভা থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও নিশানা করলেন রাহুল। তিনি বললেন, ‘বেকারত্বের কারণেই’ ট্রাম্পের ‘মেরুকরণের রাজনীতি’ সমর্থন পাচ্ছে।
ইআইএ বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের একটি সভায় রাহুল গান্ধী দেশের নানা বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন। সেখানেই রাহুল বলেন, “ভারতে নানা ধরনের ধর্ম, সংস্কৃতি, ভাষা রয়েছে। গণতান্ত্রিক পরিকাঠামোয় এই সব কিছুর জন্যই যথেষ্ট জায়গা রয়েছে। কিন্তু বর্তমানে সব দিক থেকে আক্রমণের শিকার হচ্ছে এই গণতন্ত্র।” সামগ্রিক ভাবে বিশ্বে ভারতের ভূমিকা এবং বাড়তে থাকা গুরুত্ব প্রসঙ্গে রাহুল বলেন, “১৪০ কোটি জনসংখ্যার এই দেশের বিরাট সম্ভাবনা রয়েছে। তবে চিনের থেকে একেবারে অন্য রকম ভাবে ভারতের অর্থনীতি চলে।” রাহুল মতে, ভারতের “কাঠামোতেই ফাটল ধরেছে। এর ফলে বেশ কিছু ঝুঁকি রয়ে যাচ্ছে। যার মধ্যে সবচেয়ে বড় ঝুঁকি হল ভারতের গণতন্ত্রের উপরে আক্রমণ। বিভিন্ন ধরনের মানুষজনের মধ্যে আদান-প্রদানের দ্বারাই ভারতের কাঠামো তৈরি। নানা ধরনের সংস্কৃতি, ভাষা, ধর্ম, ভাবনাকে জায়গা দেওয়া জরুরি। আর, একমাত্র গণতন্ত্র এমন জায়গা তৈরি করতে পারে”। রাহুলের মতে, চিনের মতো করে ভারতের মানুষজনকে দমিয়ে রেখে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালানো সম্ভব নয়।