বিসর্জনে মৃত ১৩
}} মধ্যপ্রদেশে দুর্গাপ্রতিমা বিসর্জনের সময়ে দু’টি দুর্ঘটনায় মৃত্যু হল ১০টি শিশু-সহ ১৩ জনের। পুলিশ জানিয়েছে, উজ্জ্বয়িনীর কাছে ইনগোরিয়া এলাকায় বিসর্জনের সময়ে বছর বারোর এক বালক ভুল করে মানুষ বোঝাই এক ট্রাক্টর-ট্রলির ইঞ্জিন চালু করে দেয়। ফলে গাড়িটি চম্বল নদীতে পড়ে যায়। গাড়ির আরোহী ১২টি শিশুর মধ্যে ১১ জনকে রক্ষা করেন। এক জনের খোঁজ মেলেনি। পরে উদ্ধার হওয়া দুই শিশু হাসপাতালে মারা যায়। অন্য দিকে খান্ডোয়া জেলার আরডলা ও জামলি এলাকায় একটি ট্রাক্টর-ট্রলি পুকুরে পড়ে যায়। তাতে ২০-২৫ জন ছিলেন। এখনও পর্যন্ত ৮ বালিকা-সহ ১১ জনের দেহ উদ্ধার হয়েছে।
শিথিল কার্ফু
}} লাদাখে বিক্ষোভের জেরে ৪ জনের মৃত্যুর পরে বৃহস্পতিবার শিথিল হল কার্ফু। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাজার খোলা থাকবে। অন্য দিকে, লাদাখের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন উপরাজ্যপাল কবীন্দ্র গুপ্ত। বাসিন্দাদের সঙ্গে দূরত্ব কমাতে বিক্ষোভের পরে আটক ২৬ জনকে মুক্তি দিয়েছে কেন্দ্র।
খড়্গে-মোদী কথা
}} কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের হৃদ্যন্ত্রে পেসমেকার বসানোর পরে, বৃহস্পতিবার তাঁর স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খড়্গের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। খড়্গেকে মঙ্গলবার বেঙ্গালুরুর এমএস রামাইয়া হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী এক্স-হ্যান্ডলে লেখেন, ‘‘খড়্গেজির সঙ্গে কথা হয়েছে। তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছি এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছি।’’