হাসপাতালে ধোঁয়া
কৃষ্ণনগর: আচমকা ওয়ার্ড ধোঁয়ায় ছেয়ে যাওয়ায় আগুনের আতঙ্ক ছড়াল নদিয়ায় শক্তিনগর জেলা হাসপাতালের অপারেশন থিয়েটারে।
হাসপাতাল সৃূত্রের খবর, বৃহস্পতিবার বিকালে হঠাৎই কোনও কারণে বিদ্যুতের তারে শর্ট-সার্কিট হয়ে হাসপাতালের অপারেশন থিয়েটার ও মহিলা সার্জিক্যাল বিভাগ ধোঁয়ায় ঢেকে যায়।
ঘটনার কথা জানাজানি হতেই রোগীদের বাইরে বার করে আনা হয়। জরুরি ক্ষেত্রে অপারেশন থিয়েটারের বাইরেই অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। তবে খানিক বাদেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
নিজস্ব সংবাদদাতা