কনভয়ে হামলা মহিলা বাহিনীর
নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি, ২ অক্টোবর: মণিপুরের চান্ডেল জেলার লংজা গ্রামে পুলিশের কনভয়ে হামলা হল। মূলত মহিলা বাহিনী হামলায় নেতৃত্ব দেয়। পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে। তবে কোনও পুলিশকর্মী জখম হননি।
পুলিশ জানায়, বুধবার রাতে পাহাড়ি এলাকায় অভিযান চালানোর সময়ে হামলার ঘটনা ঘটে। তিনটি পুলিশের গাড়ির কাচ ভাঙে জনতা। আক্রান্ত যানবাহনের মধ্যে চান্ডেল জেলার অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িও ছিল।
মায়ানমার সীমান্ত ঘেঁষা ওই এলাকায় পুলিশ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালাতে গিয়েছিল। কিন্তু স্থানীয় কুকি গ্রামবাসীদের দাবি ছিল, মণিপুর পুলিশ মেইতেই সম্প্রদায়ের হয়ে পক্ষপাতদুষ্ট আচরণ করছে। অন্য এক ঘটনায়, মণিপুর পুলিশ পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-এর এক স্বঘোষিত কর্পোরালকে গ্রেফতার করেছে।
এ ছাড়া পূর্ব ও পশ্চিম ইম্ফল ও চূড়াচাঁদপুর জেলায় যৌথ অভিযানে নিরাপত্তা বাহিনী প্রচুর অস্ত্রশস্ত্র
উদ্ধার করেছে। তার মধ্যে রয়েছে ৯ মিমি এসএমজি কার্বাইন, পাঁচটি সিঙ্গল-ব্যারেল রাইফেল, একটি দোনলা বন্দুক, পাঁচটি পিস্তল, পাঁচটি পম্পি গান, দুটি ১২-বোর শটগান, লেন্স-যুক্ত একটি .৩০৩ স্নাইপার রাইফেল এবং একটি এম-১৬ স্বয়ংক্রিয় রাইফেল। সঙ্গে চিনা গ্রেনেড-সহ বিভিন্ন ধরনের গোলাবারুদ ও বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে।