ডিসেম্বরে ভারত সফর, আসছেন কলকাতাতেও, ঘোষণা টিম মেসির
নিজস্ব প্রতিবেদন
২ অক্টোবর: ১৪ বছর আগে যুবভারতী সাক্ষী থেকেছিল মেসি-মায়ার। তখন অবশ্য তিনি কিংবদন্তির তকমা পাননি। দেশের জার্সিতে সে দিন মেসি ছিলেন অধিনায়ক। এ বারে ফের এক বার কলকাতায় ফিরছেন আর্জেন্টিনীয় মহাতারকা। নামের পাশে ইতিমধ্যে বসে গিয়েছে ‘কিংবদন্তি’, ‘বিশ্বকাপজয়ী অধিনায়ক’-প্রমুখ তকমা। দশমীর সকালেই মেসি নিশ্চিত করেছেন তিনি ডিসেম্বরে ভারত সফরে আসছেন। ভারতের মতো ফুটবলপাগল দেশে ফের এক বার ফিরতে পেরে
তিনি গর্বিত।
বৃহস্পতিবার দশমীর দিনে বাংলার ঘরে ঘরে বিষাদের আবহ। বিসর্জনের আবহে শুরু হতে চলেছে বাঙালির মেসি-বরণের অপেক্ষার প্রহর। ফুটবলের মক্কা থেকে শুরু হবে মেসির ভারত সফরনামা।
এ দিন মেসি সরকারি ভাবে বিবৃতিতে বলেছেন, “ভারত হল ফুটবপাগল দেশ। ডিসেম্বরে সেই অতুলনীয় দেশে ফের আসার কথা ভেবে আমি উচ্ছ্বসিত। ১৪ বছর আগে ভারত সফরে এসে দারুণ স্মরণীয় মুহূর্ত কাটিয়েছিলাম। ভক্তদের উন্মাদনায় মুগ্ধ হয়ে গিয়োছিলাম। তাই ভারতে আবারও ফিরতে পারা আমার কাছে অত্যন্ত সম্মানের। এর জন্য শতদ্র্রু দত্তর সংস্থাকে ধন্যবাদ জানাতে চাই।” এর পরেই তাঁর সংযোজন, “ফের নতুন প্রজন্মের ভক্তদের সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি।”
ভারত সফরে মোট চারটি দেশে ঘুরবেন মেসি। মায়ামি থেকে প্রাইভেট জেটে দুবাই হয়ে ১২ ডিসেম্বর রাতে কলকাতায় নামবেন মেসি। এর পরে ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত তিনি ভারতে থাকবেন। কলকাতায় পা রাখার পরের দিনই মেসি যাবেন মুম্বই, আমদাবাদ ও নয়াদিল্লিতে। শেষ দিন, অর্থাৎ ১৫ ডিসেম্বর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন।
মেসির এই সফরের অন্যতম আকর্ষণ হতে চলেছে ‘গোট কনসার্ট’। যেটি প্রথমে ইডেনে হওয়ার কথা থাকলেও পরে স্থানান্তরিত হয়েছে যুবভারতী স্টেডিয়ামে। বৃহস্পতিবারই এই স্থানের নাম চূড়ান্ত করা হয়েছে। সেই কনসার্টের পরে হবে ‘গোট কাপ’। সেখানে মেসি খেলবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, ভাইচুং ভুটিয়া, লিয়েন্ডার পেজদের সঙ্গে। মেসি এর পরে দেখা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও।
এর পরে মেসি যাবেন নিজের সর্ববৃহৎ মূর্তি উন্মোচন করতে। জানা গিয়েছে, আয়োজিত অনুষ্ঠানের টিকিটের মূল্য রাখা হবে ন্যূনতম ৩৫০০ টাকা থেকে। ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত বছরের শুরুতে জানিয়েছিলেন, মেসির উপস্থিতিতেই ভারত ও আর্জেন্টিনীয় সংস্কৃতির মেলবন্ধন ঘটানো হবে। সেই মতো খাদ্য ও চা উৎসবের আয়োজন করা হবে। সেই উৎসবে আসামের চা ও আর্জেন্টিনীয় চা-এর জনপ্রিয় ফিউশন প্রস্তুত করা হবে।
এর পরে ১৪ ডিসেম্বর মুম্বই পাড়ি দেবেন মেসি। সেখানে ফের ব্রেবোর্ন স্টেডিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপস্থিত থাকার কথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশের। সেখানে ‘প্যাডল গোট কাপ’-এ অংশগ্রহণ করতে দেখা যাবে মেসিকে। ক্রীড়া ও বলিউড দুনিয়ার বহু তারকার সঙ্গে সাক্ষাৎ হবে মেসির। তাদের মধ্যে উল্লেখযোগ্য শাহরুখ খান,
অমিতাভ বচ্চন, সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিংহ ধোনি প্রমুখ।
তার আগে নভেম্বরে কেরলে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। যদিও প্রতিপক্ষ এবং স্টেডিয়াম এখনও চূড়ান্ত হয়নি। ফলে দু’মাসের মধ্যে কি দু’বার ভারতে আসবেন মেসি? এক সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে বলেছে, “নভেম্বরে মেসির ভারতে আসার সম্ভাবনা ক্ষীণ। হয়তো মেসিকে ছাড়াই কেরলে খেলবে আর্জেন্টিনা দল।”
চোদ্দো বছর আগে ভারতে স্মরণীয় মুহূর্ত কাটিয়েছিলাম। নতুন প্রজন্মের ভক্তদের সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রয়েছি।
লিয়োনেল মেসি