বিরলের খোঁজে
}} চিনের নীতির জন্য বিরল খনিজের আমদানি বিঘ্নিত হচ্ছে। শুক্রবার বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল জানালেন, এর সরবরাহ মসৃণ করতে একাধিক পদক্ষেপের চেষ্টা করছে কেন্দ্র। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি কার্যকর হয়েছে। এর পাশাপাশি চিলি এবং পেরুর সঙ্গে বাণিজ্য চুক্তি করার চেষ্টা করছে দিল্লি। ব্যবহৃত পণ্য থেকে এই ধাতু বার করার জন্য স্টার্ট-আরকে কাজে লাগানোর চেষ্টা হচ্ছে। উত্তোলনের চেষ্টা চলছে দেশেও।
রিলায়্যান্সের লাভ
}} জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়ের নিট মুনাফা দাঁড়াল ১৮,১৬৫ কোটি টাকা। যা এক বছর আগের তুলনায় ৯.৬% বেশি। যদিও গত এপ্রিল-জুনে তাদের ২৬,৯৯৪ কোটি টাকা লাভ হয়েছিল। দেশের বৃহত্তম শিল্প সংস্থার শুক্রবার শেয়ার বাজারকে দেওয়া তথ্য দেখা যাচ্ছে, মূলত ভোগ্যপণ্যের খুচরো ব্যবসা এবং টেলিকমের ফল ভাল হয়েছে। উন্নতি হয়েছে তেলের ব্যবসাতেও।
আদালতে আর্জি
}} জিএসটির বিধি ও হারে পরিবর্তনের ফলে গত ২২ সেপ্টেম্বর ২৫০০ কোটি টাকার ক্ষতিপূরণ সেসের মেয়াদ শেষ হয়ে গিয়েছে গাড়ি শিল্পের। এর সুবিধা পাওয়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল গাড়ি বিক্রেতাদের সংগঠন ফাডা। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানিয়েছিল তারা।