বস্টনে ম্যাচ বন্ধের হুমকি ট্রাম্পের
মহুয়া সেন মুখোপাধ্যায় l বস্টন
১৭ অক্টোবর: লস অ্যাঞ্জেলেসের পরে বস্টন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে পড়ছে একের পর এক ডেমোক্র্যাটিক প্রদেশের বড় শহরগুলি। প্রেসিডেন্টের দাবি, এই সব শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ‘দ্রুত অবনতি’ ঘটছে।
২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে আমেরিকা, কানাডা ও
মেক্সিকোয়। ফাইনাল-সহ ৭৮টি খেলা অনুষ্ঠিত হতে চলেছে আমেরিকার ১১টি শহরে। ট্রাম্প বলেছেন, এই সব শহরের নিরাপত্তাব্যবস্থা নিয়ে তিনি নিশ্চিত না হলে সেখান থেকে নির্ধারিত খেলা তিনি অন্য শহরে সরিয়ে দেবেন। এ প্রসঙ্গে তিনি সেপ্টেম্বরে তুলে ধরেছিলেন লস অ্যাঞ্জেলেসের কথা।
আর এ বার একটি সাংবাদিক বৈঠকে ট্রাম্প জানালেন যে, বস্টন থেকে ত্রিশ মাইল দূরে ফক্সবোরো শহরের স্টেডিয়ামে নির্ধারিত সাতটি ফুটবল ম্যাচ তিনি অন্য কোনও শহরে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন, কারণ বস্টনের আইনশৃঙ্খলা পরিস্থিতি আদপেই ভাল না। ট্রাম্পের কথায়, “আমি বস্টন শহরকে ভালবাসি এবং এ-ও জানি যে নির্ধারিত ম্যাচের সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। কিন্তু বস্টনের মেয়র মিশেল উ-কে আমি পছন্দ করি না। তিনি বুদ্ধিমতী কিন্তু অত্যন্ত উগ্র বামপন্থী।”
ট্রাম্পের এই মন্তব্যের উত্তরে মেয়র উ বলেন, “ফিফার সঙ্গে ‘হোস্ট’ শহরগুলির চুক্তি হয়ে গিয়েছে কয়েক বছর আগেই। সেই চুক্তি আইনগত ভাবে ভাঙা যায় না। হোয়াইট হাউসে বসবাস করলেও না।” ট্রাম্পের পাল্টা
দাবি, যে কোনও শহরকে তাঁর নিরাপদ
মনে না হলে তিনি ফিফাকে বলবেন খেলার শহর পরিবর্তন করতে। এবং তিনি নিশ্চিত, অসুবিধাজনক হলেও ফিফা তাঁর কথা মেনে নেবে।