মহেশতলায় ফাঁকা বাড়িতে চুরি, পরে উদ্ধার সব জিনিস
নিজস্ব সংবাদদাতা
ফাঁকা বাড়ি থেকে চুরি গেল সোনার গয়না-সহ বেশ কিছু সামগ্রী।
ঘটনাটি ঘটেছে মহেশতলা থানা এলাকার মণ্ডলপাড়া রোডের
পুটখালি এলাকায়। বাড়ি বন্ধ রেখে তিন দিনের জন্য বেড়াতে গিয়েছিলেন শুভশ্রী ঘোষ নামে এক মহিলা।
বাড়ি ফিরে এসে তিনি দেখেন, বাড়ির সদর দরজার তালা ভাঙা এবং ভিতর থেকে গয়না-সহ বেশ কিছু জিনিস উধাও।
মহেশতলা থানায় গত ১১ তারিখ অভিযোগ দায়ের হওয়ার পরে তদন্তে নামে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মোট পাঁচ জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় চুরির সমস্ত জিনিসও। ধৃতদের নাম শেখ সেলিম, মোর্তাজা মল্লিক, সঞ্জয় সিংহ, অজয় সিংহ এবং জয় সিংহ। শেষের তিন জিন হাওড়ার শিবপুরের বাসিন্দা তিন ভাই বলে জানা গিয়েছে।
অভিযুক্তেরা সকলে পুলিশি হেফাজতে রয়েছে।
ডায়মন্ড হারবার পুলিশ
জেলার পুলিশ সুপার বিশপ সরকার জানান, চুরি যাওয়া সমস্ত
জিনিস উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও ধৃতদের কাছ থেকে টিভি, ল্যাপটপ উদ্ধার করা হয়েছে, যেগুলি
অন্যান্য জায়গা থেকে চুরি করা
হয়েছিল। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুনকুমার দে বলেন, ‘‘এরা একটি চুরির চক্র তৈরি করেছিল। ফাঁকা
বাড়িতে ঢুকে চুরি করাই ছিল এদের প্রধান লক্ষ্য।’’