রাজ্যকে দায়িত্ব মনে
করালেন জ্ঞানেশ
নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি ও কলকাতা, ২৭ অক্টোবর: প্রস্তুতি শুরু হয়েছিল অনেক দিনই। আগামিকাল সরকারি ভাবে রাজ্যে শুরু হয়ে যাচ্ছে ভোটার তালিকার বিশেষ আমূল সংশোধন (এসআইআর) সংক্রান্ত কাজ— আজ জানিয়ে দিল নির্বাচন কমিশন। বিহারের পরে দ্বিতীয় ধাপে বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় সংশোধনের কাজে হাত দিল নির্বাচন কমিশন। সেই তালিকায় পশ্চিমবঙ্গ ছাড়াও রয়েছে উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, রাজস্থান, পুদুচেরি, মধ্যপ্রদেশ, লক্ষদ্বীপ, কেরল, গুজরাত, গোয়া, ছত্তীসগঢ় এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। মোট প্রায় ৫১ কোটি ভোটারের ভাগ্য নির্ধারিত হবে এই পর্বে। ভোটদাতারা ও বুথ লেভল অফিসারেরা (বিএলও) ভোটারদের নাম খুঁজতে বা নাম ম্যাচিং করতে পারবেন পূর্ববর্তী এসআইআরের সময়ে তৈরি করা সর্বভারতীয় তথ্যভান্ডারে, যা মিলবে এই ওয়েবসাইটে— https://voters.eci.gov.in/। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় সংশোধনের কাজে কারও নাম বাদ পড়লে কার্যত দেখে নেওয়ার যে হুমকি শাসক দল দিয়ে রেখেছে, তার প্রেক্ষিতে নমনীয় অবস্থান নিয়ে রাজ্যের সাংবিধানিক দায়িত্ব মনে করিয়ে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাঁর কথায়, নির্বাচন কমিশন যে ভাবে সাংবিধানিক দায়িত্ব পালন করছে, সে ভাবে রাজ্যগুলিও নিজেদের দায়িত্ব পালন করুক।
বিহারে এসআইআর ঘোষণার পরেই সব রাজ্যে, বিশেষ করে ভোটমুখী রাজ্যগুলিতে যে এসআইআর হতে চলেছে, সেই ইঙ্গিত দিয়েই রেখেছিল নির্বাচন কমিশন। যার পরে বিরোধীদের অভিযোগ ছিল, ভোটার তালিকায় কারচুপি করার উদ্দেশ্য নিয়েই কেন্দ্রের শাসক দল বিজেপির উদ্যোগে কমিশন ভোটের আগে এসআইআর করার কৌশল নিয়েছে। বিহারে ‘ভোটার অধিকার যাত্রা’ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। অন্য দিকে, পশ্চিমবঙ্গে একজনও ভোটারের নাম তালিকা থেকে বাদ গেলে কার্যত কমিশনকে দেখে নেওয়ার হুমকি দিতে দেখা যায় একাধিক তৃণমূল নেতাকে। এ নিয়ে বিজেপি শিবিরের দাবি, ভোটার তালিকা সংশোধন হলে বাংলাদেশ থেকে আগত ভুয়ো ভোটার, যারা আসলে তৃণমূলের সমর্থক, তাদের নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে। তাই ভয় পাচ্ছে তৃণমূল। সে জন্য কমিশনের কর্মী, বুথ লেভল অফিসারকে হুমকি দিয়ে ভয় দেখাতে চাইছেন তৃণমূলের নেতার। একই সঙ্গে রাজ্য বিজেপির শীর্ষ স্তর থেকে শুরু করে বিভিন্ন নেতা বিভিন্ন সময়ে নানা সংখ্যা জানিয়ে দাবি করেন, এত সংখ্যক ভোটারের নাম বাদ চলে গিয়েছে বা বাদ
যাওয়ার সম্ভাবনা।
তৃণমূল এবং রাজ্য প্রশাসন যে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনে বিরোধিতার ডাক দিয়েছে, সেই সংক্রান্ত প্রশ্নের জবাবে জ্ঞানেশ কুমার বলেন, ‘‘কোনও বাধা নেই। সংবিধানের অন্তর্গত সব সাংবিধানিক প্রতিষ্ঠান নিজেদের দায়িত্ব পালন করে কাজ করে চলেছে। নির্বাচন কমিশন এসআইআর করে নিজের দায়িত্ব পালন করেছে। রাজ্য তেমনই নিজের সাংবিধানিক দায়িত্ব পালন করবে।’’ স্বভাবতই প্রশ্ন ওঠে, শাসক শিবিরের শীর্ষ স্তর থেকে রাজ্যে এসআইআর