পরিযায়ীর মৃত্যু, তৃণমূলের তোপ
নিজস্ব সংবাদদাতা
পাড়ুই: উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে বীরভূমের আদিবাসী পরিযায়ী শ্রমিকের। সোমবার তাঁর পরিবারের সঙ্গে দেখা করে খুনের অভিযোগ তুলল
তৃণমূলের প্রতিনিধি দল। তবে সোমবার বিকেল পর্যন্ত এ নিয়ে লিখিত অভিযোগ দায়ের হয়নি। এ দিন পাড়ুই থানার দামোদরপুর গ্রামে ওই শ্রমিকের বাড়িতে আসে তৃণমূলের ছয় সদস্যের প্রতিনিধি দল। ওই দলে ছিলেন রাজ্য পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, আদিবাসী উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান, নয়াগ্রামের তৃণমূল বিধায়ক দুলাল মুর্মু প্রমুখ। আজ, মঙ্গলবার ওই শ্রমিকের দেহ বীরভূমে পৌঁছনোর কথা।