বিতর্কের মধ্যেই সলমনকে দূত ঘোষণা বালোচদের
নিজস্ব সংবাদদাতা
বলিউড অভিনেতা সলমন খানকে নাকি ‘সন্ত্রাসবাদী’ ঘোষণা করেছে ইসলামাবাদ। সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল এমনই একাধিক খবর। জানা
গিয়েছিল, রিয়াধে আয়োজিত এক অনুষ্ঠানের মঞ্চে কথা প্রসঙ্গে পাকিস্তানের পাশাপাশি বালোচিস্তানের নাম আলাদা ভাবে উল্লেখ করেছিলেন সলমন খান। খবর, পাক ভূখণ্ডের অখণ্ডতা নিয়ে প্রশ্ন তুলতেই এমন সাজার মুখে পড়তে হয়েছে সলমনকে। যদিও এ ব্যাপারে মুখ খোলেননি সলমন। নীরব পাক প্রশাসনও। এমন জটিল পরিস্থিতি মাঝেই সলমন খানকে বালুচিস্তানের ‘বিশেষ দূত’ (ব্র্যান্ড অ্যাম্বাসাডর) ঘোষণা করলেন বিদ্রোহী বালোচদের একাংশ। যদিও পাকিস্তানের একটি প্রদেশ সলমনকে কী ভাবে ‘দূত’ ঘোষণা করতে পারে— তা নিয়েও উঠেছে প্রশ্ন।
কেবল সলমন খানই নন। সোমবার বালোচ বিদ্রোহীদের একাংশের তরফে জারি করা একটি বিবৃতিতে জানানো হয়েছে, একগুচ্ছ বলিউড তারকাকে তাঁরা বালুচিস্তানের দূতের স্বীকৃতি দিয়েছেন। কে কে রয়েছেন সেই তালিকায়? জানা গিয়েছে— সলমন খান ছাড়াও অমিতাভ বচ্চন, রজনীকান্ত, শাহরুখ খান এবং মাধুরী দীক্ষিতকে ‘রিপাবলিক অফ বালুচিস্তান’এর দূত ঘোষণা করা হয়েছে। এই প্রসঙ্গে সোমবার আনন্দবাজার পত্রিকার তরফে বালোচ নেতা মির ইয়ার বালোচের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘বালুচিস্তানের সংস্কৃতির উপর ওঁদের প্রভাবের স্বীকৃতি জানাতেই
এমন সিদ্ধান্ত।’’
সম্প্রতি রিয়াধের মঞ্চে দুই স্বাধীন রাষ্ট্র পাকিস্তান, আফগানিস্তানের সঙ্গে এক সারিতে বালুচিস্তানের নাম উল্লেখ করেছিলেন সলমন খান। ঘটনায় পাকিস্তান প্রশাসনের একটি অংশ বিরক্ত হলেও, বেজায়
খুশি বালোচেরা।
সলমনের মন্তব্যের পর তাঁকে ধন্যবাদ জানাতেই, এমন সিদ্ধান্ত নিয়েছেন বিদ্রোহী বালোচেরা— জানালেন মির ইয়ার বালোচ। তিনি বলছিলেন, ‘‘মাধুরী দীক্ষিতের অভিনয় দেখে বালুচিস্তানের মেয়েরা যে ভাবে তাঁদের প্রতিভাকে খুঁজে নিতে আগ্রহী হয়ে উঠেছে হয়েছে, তা বিশেষ ভাবে লক্ষ্যণীয়। পাশাপাশি শাহরুখ খান, অমিতাভ বচ্চন, রজনীকান্তও বালোচ যুবকদের মনে ইতিবাচক প্রভাব ফেলেছেন। তাই এমন সিদ্ধান্ত
নেওয়া হয়েছে।’’
স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের একটি প্রদেশ বালুচিস্তান। এমন পরিস্থিতিতে, বালোচদের পক্ষে এ হেন ‘অ্যাম্বাসাডর’ ঘোষণা কী আদৌ যুক্তিযুক্ত? মির ইয়ারের জবাব, ‘‘পাকিস্তান নামে কোনও দেশের অস্তিত্ব আমরা মানি না। আমরা স্বাধীন বালুচিস্তান
গঠনের পক্ষে।’’