চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু
}} আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের এক শিশুরোগ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম শুভজিৎ আচার্য (৩৭)। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। বারাসত পুলিশ জেলার পুলিশ প্রাথমিক ভাবে জানিয়েছে, ওই রাতে শুভজিৎ বেশ কিছু ওষুধ খেয়ে ফেলেছিলেন। তার পরেই বুকে ব্যথা শুরু হয় তাঁর। বারাসত থানা এলাকার একটি বেসরকারি হাসপাতালে ওই চিকিৎসককে মৃত ঘোষণা করা হয়। ঘটনাটি আত্মহত্যা কিনা, তা জানতে ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। তদন্তকারীরা জেনেছেন, কিছু দিন ধরে শুভজিৎ অবসাদে ভুগছিলেন। ওষুধও খেতেন। রবিবার রাতে স্ত্রীর সঙ্গে কথা বলার পরে তিনি কয়েকটি ওষুধ খেয়ে নেন। তার পরেই অসুস্থ বোধ করতে থাকেন। পরিজনদের দাবি, কাজের চাপও ছিল শুভজিতের। অবসাদের কারণে অসুস্থ হয়ে পড়তেন। পুলিশের অনুমান, অতিরিক্ত ওষুধ খাওয়ার কারণে শরীরে বিষক্রিয়ার জেরে মৃত্যু হয়েছে তাঁর।
চলল গুলি
}} যাদবপুর থানার অধীন বিজয়গড় বাজার এলাকায় একটি বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটল সোমবার রাতে। অভিযোগ, ওই বাড়ির বাসিন্দা এক তরুণীর প্রাক্তন ‘বন্ধু’ এক রাউন্ড গুলি চালায়। যদিও হতাহতের খবর নেই। ঘটনার পরেই পালায় অভিযুক্ত। সে বিহারের বাসিন্দা বলে প্রাথমিক ভাবে জেনেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বেঙ্গালুরুতে ওই যুবকের সঙ্গে আলাপ হয়েছিল তরুণীর। অভিযোগ, তাঁকে বিয়ের জন্য চাপ দেওয়া হয়। যদিও তরুণী রাজি হননি। বেঙ্গালুরুতেও তাঁর উপরে হামলা হয় বলে অভিযোগ। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে।
ছয় নাবালক উদ্ধার
}} কাজ দেওয়ার নাম করে ১৩ থেকে ১৫ বছরের ছয় নাবালককে ওড়িশায় পাচার করা হচ্ছিল। খবর পেয়ে শালিমার স্টেশন থেকে তাদের উদ্ধার করল রেল পুলিশ। গ্রেফতার করা হয়েছে চার পাচারকারীকে। তাদের নাম মিজারুল শেখ, কুশার শেখ, রাকিবুল শেখ ও সহিদুল শেখ। এরা মুর্শিদাবাদ ও ঝাড়খণ্ডের বাসিন্দা। রবিবার ছয় নাবালককে লিলুয়া হোমে পাঠানো হয়। সোমবার ধৃত চার জনকে হাওড়া আদালত ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে।
অটোচালকের কথা
}} দক্ষিণ দমদমের বেদিয়াপাড়ার তারকনাথ কলোনিতে অগ্নিদগ্ধ হওয়া অটোচালক রঞ্জিত কর্মকারের একটি বক্তব্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (সত্যতা যাচাই করেনি আনন্দবাজার)। ভিডিয়োয় দেখা যাচ্ছে, হাসপাতালে রঞ্জিত কয়েক জনকে বলছেন, স্থানীয় পুরপ্রতিনিধি এবং কয়েক জন তাঁকে দেখতে এসেছিলেন। এক অভিযুক্তের নাম বাদ দিতে বলা হয় তাঁকে। রঞ্জিত রাজি হননি। পরে তাঁকে পাঁচ হাজার টাকা দেওয়া হয়। রঞ্জিতের পরিবারের তরফে এমন অভিযোগ আগেই তোলা হয়েছিল। তা অস্বীকার করেছিলেন পুরপ্রতিনিধি।
ক্যাফেতে গন্ডগোল
}} লেক থানা এলাকার একটি ক্যাফেতে রবিবার রাতে গোলমাল হল। অভিযোগ, ক্যাফেটি যে বাড়িতে চলে, সেই বাড়ির রক্ষীকে মারধর করেন কয়েক জন। পুলিশ জানায়, ওই ক্যাফেতে একটি হুক্কা বার চলত। সেটির অনুমতি আছে। পুলিশের দাবি, বাড়ির মালিকের সঙ্গে চুক্তি নিয়ে সমস্যার জেরে গোলমাল।