গ্রেফতার ‘হাতকাটা দিলীপ’
}} বহু দিন তাঁর কোনও খোঁজ ছিল না। সোমবার সেই দিলীপ বন্দ্যোপাধ্যায় ওরফে হাতকাটা দিলীপকে গ্রেফতার করে বিধাননগর আদালতে পেশ করল লেক টাউন থানার পুলিশ। সূত্রের খবর, গত ৪ অক্টোবর লেক টাউন থানা এলাকায় এক ব্যক্তিকে হুমকি দেওয়া, মারধর এবং তাঁর স্ত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। থানায় অভিযোগ দায়ের হয়। যদিও এ দিন দিলীপের আইনজীবী অভিষেক মুখোপাধ্যায় আদালতে দাবি করেন, এমন কোনও ঘটনা ঘটেনি। তাঁর মক্কেলকে জেলে রাখার অভিপ্রায়ে এই গ্রেফতারি। তিনি দিলীপের জামিনের আর্জি জানান। জামিনের বিরোধিতা করেন সরকারি আইনজীবী সাবির আলি। দু’পক্ষের বক্তব্য শোনার পরে অভিযুক্ত দিলীপকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠান বিচারক।
থানায় বিক্ষোভ
}} কালীপুজোর রাতে সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকার নয়াপট্টিতে বিজেপি কর্মীদের মারধরের ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারা যায়নি। এর প্রতিবাদে সোমবার বিজেপির বারাসত সাংগঠনিক জেলার তরফে ওই থানায় গিয়ে বিক্ষোভ দেখালেন নেতা-কর্মীরা। তাঁদের অভিযোগ, রাতভর দু’জন বিজেপি কর্মীকে মারধর করা হল, তাঁদের হাতে আগ্নেয়াস্ত্র ধরিয়ে ছবি তোলার চেষ্টার মতো ঘটনাও ঘটল। কিন্তু তার পরেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।