আশা বেঁচে রিয়ালের
নিজস্ব প্রতিবেদন
২৪ এপ্রিল: লা লিগায় বুধবার রাতে রিয়াল মাদ্রিদ ১-০ গোলে হারাল খেতাফে-কে। একমাত্র গোলটি করলেন আর্দা গুলের, খেলার ২১ মিনিটে। পয়েন্ট টেবলে দ্বিতীয় স্থানে থাকা কার্লো আনচেলত্তির দলের সংগ্রহ ৩৩ ম্যাচে ৭২ পয়েন্ট। শীর্ষে থাকা বার্সেলোনার থেকে মাত্র চার পয়েন্টে পিছিয়ে।
খেতাফের বিরুদ্ধে কার্ড সমস্যার কারণে খেলেননি কিলিয়ান এমবাপে। জুড বেলিংহাম ও রদ্রিগো প্রথম দলে ছিলেন না। গুলের ছাড়াও কৃতিত্ব প্রাপ্য রিয়াল গোলরক্ষক থিবো কুর্তোয়ার। শেষ দিকে একাধিক নিশ্চিত গোল তিনি বাঁচিয়ে দেন।