মন্দোদরীর চরিত্রে কাজল
নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ থাকছেন দক্ষিণী অভিনেত্রী কাজল আগরওয়াল। শোনা যাচ্ছে, রাবণের স্ত্রী মন্দোদরীর চরিত্রে দেখা যাবে তাঁকে। রাবণের ভূমিকায় রয়েছেন যশ। এই প্রথম যশের বিপরীতে কাজ করছেন কাজল। মন্দোদরীর চরিত্রটি জটিল এবং তাৎপর্যপূর্ণ। চরিত্রটির গুরুত্ব বুঝেই নাকি রাজি হয়েছেন অভিনেত্রী। ইতিমধ্যেই শুট শুরু করেছেন কাজল। এ ছবির সহ-প্রযোজকও যশ।
ছবিতে রাম-সীতার চরিত্রে রণবীর কাপুর ও সাই পল্লবী, লক্ষ্মণের ভূমিকায় রবি দুবে, হনুমানের চরিত্রে রয়েছেন সানি দেওল। দুই পর্বে মুক্তি পাবে ছবিটি।