জন্মদিনের চমক
হিন্দি এবং তেলুগু ইন্ডাস্ট্রির দুই সুপারস্টার এক ছবিতে। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ওয়র টু’-এ একসঙ্গে কাজ করছেন হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর। ২০ মে এনটিআরের জন্মদিন। সেই বিশেষ দিনে তাঁকে বড়সড় চমক দিতে চলেছেন হৃতিক। সম্প্রতি সমাজমাধ্যমেই সে কথা জানিয়েছেন হৃতিক। ‘ওয়র টু’-এ হৃতিক ফিরছেন কবীরের চরিত্রে। এই ছবির একটি নাচের দৃশ্যে একসঙ্গে দেখা যাবে হৃতিক এবং এনটিআরকে। সেটি শুট করতে গিয়েই মাসখানেক আগে পায়ে চোট পান হৃতিক। পিছিয়ে যায় শুটিং। ফের চলতি মাস থেকে শুরু হয়েছে ‘ওয়র টু’-র কাজ।