অভিযুক্তকে গণপ্রহার থেকে বাঁচাতে গিয়ে প্রহৃত কনস্টেবল
নিজস্ব সংবাদদাতা
একটি শিশুকে যৌন নিগ্রহের ঘটনায় অভিযুক্তকে উত্তেজিত
জনতার হাত থেকে বাঁচাতে গিয়ে জখম হলেন এক পুলিশকর্মী। তাঁর নাম একলাখ হোসেন।
তিনি বন্দর এলাকার একটি থানার কনস্টেবল। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে বুধবার রাতে, ওই থানা
এলাকায়। প্রাথমিক চিকিৎসার পরে ওই পুলিশকর্মীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁকে কাজে বাধা দেওয়া
এবং মারধর করার অভিযোগে নিগৃহীতার এক আত্মীয়কে
গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি ওই এলাকাতেই। ধৃতকে দু’দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত।
পুলিশ জানিয়েছে, ঘটনার সূত্রপাত বুধবার বিকেলে। থানায় এসে এক মহিলা অভিযোগ
করেন, তাঁর তিন বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতন করেছে দীপককুমার মাহাতো নামে এলাকার এক যুবক। বিকেলে
ওই ঘটনা ঘটলেও সন্ধ্যার পরে পুলিশের কাছে খবর আসে, অভিযুক্ত দীপককে ঘিরে ধরে এলাকার লোকজন মারধর করছেন। তাকে বাঁচাতে সেখানে যান
কনস্টেবল একলাখ। সঙ্গে ছিলেন এক জন হোমগার্ড। তাঁরা ওই অভিযুক্তকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধারের চেষ্টা
করেন। কিন্তু পুলিশকর্মীদের আবেদনে সাড়া দেননি কেউ। উল্টে মারধর করা হয় ওই
কনস্টেবলকে। চড়, ঘুষির সঙ্গে ইট, বাঁশ দিয়েও আঘাত করা হয় তাঁকে। মাথায় এবং মুখে আঘাত পান একলাখ।
পরে থানা
থেকে বিশাল পুলিশবাহিনী গিয়ে তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। গ্রেফতার হয় দীপকও।
এক পুলিশ অফিসার জানান, এই ঘটনায় আরও বেশ
কয়েক জন জড়িত রয়েছে। তাদের খোঁজ করা হচ্ছে। জখম পুলিশকর্মীর সিটি স্ক্যান করানো
হয়েছে। ধৃত দীপকের বিরুদ্ধে পকসো আইনে মামলা করা হয়েছে। তাঁকে ৬ মে পর্যন্ত
পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত।