অস্ত্র-সহ গ্রেফতার আট জন
}} অপরাধ ঘটানোর আগে অস্ত্র-সহ আট দুষ্কৃতীকে কম্যান্ডো বাহিনীর সাহায্য নিয়ে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ। বৃহস্পতিবার দুপুরে আনন্দপুর থানা এলাকার চৌবাগায় একটি গাড়ি এবং একটি মোটরবাইক আটক করে ওই আট জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে দু’জন সম্পর্কে বাবা ও ছেলে। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র, দু’টি ম্যাগাজ়িন, ১৩ রাউন্ড ৭.৬৫ এমএম কার্তুজ, তিন রাউন্ড ৮ এমএম কার্তুজ, একটি ভোজালি ও একটি বড় ছুরি। এ ছাড়া, ধৃতদের কাছ থেকে মিলেছে হাতে আঁকা মানচিত্র ও দড়ি। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে সাত জনের বাড়ি হাওড়ায়। এক জনের বাড়ি লেক টাউনে। প্রাথমিক ভাবে গোয়েন্দারা জেনেছেন, অপরাধ সংঘটিত করাই উদ্দেশ্য ছিল অভিযুক্তদের। ধৃতদের অতীত কার্যকলাপ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
জেল স্বামীর
}} স্ত্রীকে খুনের অপরাধে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন আলিপুর ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক ইন্দ্রনীল হালদার। বৃহস্পতিবার এই সাজা শোনান তিনি। সাজাপ্রাপ্তের নাম নীতীশ মণ্ডল। সরকারি আইনজীবী খালেকুজ্জামান বলেন, ‘‘২০২১ সালের ৮ অগস্ট সকালে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার গরানবোস গ্রামের বাসিন্দা কবিতা মণ্ডলকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে তাঁর স্বামী নীতীশ। ঘটনাস্থলেই কবিতার মৃত্যু হয়। নীতীশকে জেল হেফাজতে রেখে বিচার প্রক্রিয়া চলেছে। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তার আর্থিক জরিমানা করেছেন বিচারক।’’
ফুটব্রিজে দেহ
}} উল্টোডাঙা ফুটব্রিজ থেকে উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত দেহ। মৃতের নাম সঞ্জয় মিত্র (৩৫)। তাঁর বাড়ি উল্টোডাঙার গোরাপদ সরকার লেনে। বৃহস্পতিবার সকালে ফুটব্রিজের উপরের বিম থেকে গলায় গামছার ফাঁস দেওয়া অবস্থায় সঞ্জয়ের ঝুলন্ত দেহ দেখেন স্থানীয়েরা। পুলিশ জানিয়েছে, বছর পাঁচেক আগে সঞ্জয়ের বিয়ে ভেঙে যায়। তার পর থেকে তিনি হাওড়ায় থাকতেন। বুধবার উল্টোডাঙার বাড়িতে এসেছিলেন। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।