চাঁদা না দেওয়ায় স্বামী-স্ত্রীকে ‘মার’
নিজস্ব সংবাদদাতা
চাঁদা না দেওয়ায় স্বামী-স্ত্রীকে মারধরের অভিযোগ উঠল নামখানার কুসুমতলার একটি পুজো কমিটির বিরুদ্ধে। ‘আক্রান্ত’ প্রভাত পাত্র জানান, পুজোর জন্য তাঁর কাছে দেড় হাজার টাকা চাওয়া হয়েছিল। স্ত্রী ক্যানসারে আক্রান্ত হওয়ায় তিনি আর্থিক সঙ্কটে থাকায় ৫০০ টাকা দিতে চেয়েছিলেন। প্রভাতের অভিযোগ, পুরো টাকা না দেওয়ায় বুধবার সন্ধ্যায় তাঁকে মারধর করা হয়। তাঁর স্ত্রী ও নাতনি যাত্রা দেখতে গিয়েছিলেন। সেখানেও মহিলা কমিটির লোকজন তাঁদের মারধর করে বলে অভিযোগ। ফ্রেজ়ারগঞ্জ উপকূল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রভাত। মুখ খুলতে চাননি ওই পুজো কমিটির কোনও সদস্য। মৌসুনি পঞ্চায়েতের প্রধান মানসী ভট্টাচার্য বলেন, ‘‘এই ঘটনায় যাঁরা সত্যিই দোষী, তাঁদের যেন কড়া শাস্তি হয়।’’ সুন্দরবন পুলিশ জেলার এক আধিকারিক জানান, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।