ধর্ষণের নালিশ, গ্রেফতার যুবক
নিজস্ব সংবাদদাতা
বিবাহ-বিচ্ছিন্না এক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও প্রতারণার অভিযোগে গ্রেফতার হল এক যুবক। ধৃতের নাম সুমিত ঘোষ। তার বাড়ি টিটাগর থানার তালপুকুর এলাকায়। হাবড়ায় একটি পার্লার খুলেছিল সুমিত। সেখানে ওই মহিলার সঙ্গে তার পরিচয় হয়। ক্রমে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে সহবাস করে সুমিত। গত মাসে এয়ারপোর্ট থানায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন ওই মহিলা। এয়ারপোর্ট থানার পুলিশ ‘জ়িরো এফআইআর’ হিসেবে অভিযোগপত্রটি অশোকনগর থানায় পাঠিয়ে দেয়। পুলিশ বুধবার রাতে গ্রেফতার করে সুমিতকে। যুবতীর আরও অভিযোগ, তাঁর কাছ থেকে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা ধার নিয়েছিল অভিযুক্ত। সে সম্প্রতি জানিয়ে দেয়, যুবতীকে বিয়ে করতে পারবে না, টাকাও শোধ করবে না। এর পরেই পুলিশের দ্বারস্থ হন যুবতী। বৃহস্পতিবার বারাসত আদালতের বিচারক সুমিতকে চার দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।