মিলল তরুণীর পরিচয়, ‘নাগালে’ খুনি
নিজস্ব সংবাদদাতা
বাগুইআটিতে ট্রলি ব্যাগ থেকে তরুণীর দেহ উদ্ধারের ঘটনার রহস্যের আংশিক সমাধান করল পুলিশ। বিধাননগর কমিশনারেট জানিয়েছে, মৃতার নাম রিয়া ধর (৩০)। তিনি মুর্শিদাবাদের নবগ্রামের বাসিন্দা। বারাসতের বাসিন্দা কৌশিক প্রামাণিক নামে এক যুবক ওই তরুণীকে খুন করেছে বলে বিধাননগর পুলিশের দাবি। তদন্তকারীরা জানান, রিয়ার সঙ্গে সমাজমাধ্যমে কৌশিকের বন্ধুত্ব হয়েছিল। কেন কৌশিক খুন করল তার বান্ধবীকে, তা জানার চেষ্টা করছে পুলিশও। আপাতত নবগ্রাম থানার পুলিশ রিয়াকে অপহরণের মামলায় কৌশিককে গ্রেফতার করেছে বলে বিধাননগর পুলিশ জানিয়েছে।
তদন্তকারীরা জানান, দিন পনেরো আগে রিয়া বারাসতে চলে এসেছিলেন কৌশিকের কাছে। গত ২২ তারিখ নবগ্রাম থানায় একটি অপহরণের মামলা দায়ের করে রিয়ার পরিবার। তিনি বিবাহিতা। তাঁর দু’টি সন্তানও রয়েছে। সমাজমাধ্যমে তাঁর সঙ্গে অভিযুক্তের প্রেমের সম্পর্কের কথা জানতেন রিয়ার স্বামী। এমনই দাবি এখানকার পুলিশের।
তারা জানায়, কৌশিকের সঙ্গে তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। সে যে রিয়াকে খুন করছে, সিসি ক্যামেরার ফুটেজ-সহ একাধিক তথ্যপ্রমাণ থেকে তা নিশ্চিত হয়ে বিধাননগরের পুলিশ নবগ্রাম থানাকে জানিয়েছে। দু’-এক দিন আগেই খুন হন রিয়া। পুলিশ জানাচ্ছে, ভিডিয়ো কলে কৌশিক নবগ্রাম থানার পুলিশের সামনে অপরাধ স্বীকার করেছে। সূত্রের খবর, যে হেতু নবগ্রামে ইতিমধ্যেই রিয়াকে অপহরণের অভিযোগে কৌশিক গ্রেফতার হয়েছে, তাই খুনের মামলাও নবগ্রামেই রুজু হতে পারে। সে ক্ষেত্রে বাগুইআটি থানা আর তদন্ত চালাবে না। পুলিশ জানিয়েছে, কৌশিক দু’বছর আগে বাগুইআটির প্রতিবেশীপাড়ায় ভাড়া থাকত। মঙ্গলবার সেখান থেকেই ট্রলি ব্যাগে রিয়ার দেহ উদ্ধার হয়।