সাইকেল দান
এ বার স্কুলের কিশোরীদের বাইসাইকেল উপহার দিলেন তাপসী পান্নু। উত্তরপ্রদেশের বরাবাঁকি জেলার রামনগর ব্লকের একটি স্কুলের ছাত্রীদের সাইকেল কিনে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, সেই বাচ্চাদের সঙ্গে সময় কাটানো, নাচগান করা, তাদের লেখাপড়ার জিনিসপত্রও দিয়েছেন তাপসী।
দীর্ঘ দিন ধরেই ‘নানহি কলি’ প্রজেক্টের সঙ্গে যুক্ত তাপসী ও তাঁর স্বামী ব্যাডমিন্টন প্রশিক্ষক ম্যাথিয়াস বোয়ে। ৬০ জন ছাত্রীর দায়িত্ব নিয়েছেন তাপসী এবং ম্যাথিয়াস। নিজেদের বিয়ের সময়ে অতিথিদের তাঁরা বলেছিলেন, উপহার না এনে গ্রামের স্কুলে পড়া গরিব ছাত্রছাত্রীদের সাহায্যার্থে দান করতে। গত কয়েক বছর ধরে নেওয়া এই উদ্যোগ প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, ‘‘ওদের আমি ক্লাস ওয়ান থেকে দেখছি। এখন ওরা ক্লাস ফাইভ-সিক্সে উঠে গিয়েছে। ওদের একজনও যাতে স্কুল ছেড়ে চলে না যায়, সেটাই আমাদের লক্ষ্য।’’
এর পরে দেবাশিস মাখিজা পরিচালিত ‘গান্ধারী’তে দেখা যাবে তাপসীকে, যে ছবিটির কাহিনি লিখেছেন এবং প্রযোজনা করছেন কণিকা ধিলোঁ।