‘মর্দানী থ্রি’-তে জানকী
শিবানী শিবাজি রায়ের চরিত্রে ফিরছেন রানি মুখোপাধ্যায়। তাঁর ‘মর্দানী থ্রি’ ছবিতে নতুন সংযোজন জানকী বোদীওয়ালা। যশ রাজ ফিল্মস প্রযোজিত এই ছবিতে এক পুলিশের চরিত্রে দেখা যাবে তাঁকে। গত বছর বিকাশ বহেল পরিচালিত ‘শয়তান’ দিয়ে বলিউডে পা রেখেছিলেন জানকী। সে ছবি দেখেই নাকি ‘মর্দানী থ্রি’র জন্য তাঁকে পছন্দ করেছেন আদিত্য চোপড়া। এ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিরাজ মীনাওয়ালা। আগামী বছর দোলে মুক্তি পাওয়ার কথা ছবিটির।