আজ বোধন কন্যাশ্রী কাপের
কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আজ, শুক্রবার শুরু হচ্ছে কন্যাশ্রী কাপের প্রিমিয়ার ডিভিশন প্রতিযোগিতা। বোধনে মুখোমুখি হবে মৈত্রী সংসদ এবং ইস্টবেঙ্গল। খেলা শুরু বিকেল ৩.৩০ থেকে। তার আগে হবে উদ্বোধনী অনুষ্ঠান। নানা ক্ষেত্রে কৃতী মহিলাদের সংবর্ধনা দেওয়া হবে।
সাত্যকির ১০৭
সিএবি-র প্রথম ডিভিশন চ্যাম্পিয়নশিপ সেমিফাইনালের প্রথম দিনের শেষে মোহনবাগানের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের স্কোর ৩১০-৬। সাত্যকি দত্ত দুরন্ত ১০৭ রান করেন। অন্য সেমিফাইনালে কালীঘাটের বিরুদ্ধে অভিমন্যু ঈশ্বরন (১৪৯) ও শাকির হাবিব গান্ধীর (১১৯) দাপটে চালকের আসনে ভবানীপুর। তাদের স্কোর ৩৪৮-৪। দু’টি ম্যাচের আগেই কাশ্মীরের পহেলগামে নিহত পর্যটকদের স্মৃতির উদ্দেশে এক মিনিট নীরবতা পালন করা হয়।
েনই আলকারাস
পায়ের চোটের কারণে মাদ্রিদ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন কার্লোস আলকারাস। বার্সেলোনা ওপেনের ফাইনালে চোট নিয়ে অস্বস্তির জেরে হোলগার রুনের বিরুদ্ধে স্ট্রেট সেটে হারতে হয়। তবে আলকারাস জানিয়েছেন চোটের কারণে আগামী মাসে ফরাসি ওপেনে নামতে তাঁর অসুবিধা হবে না।
নজরে অভিজিৎ
জর্ডানে আয়োজিত অনূর্ধ্ব-১৫ এশীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের শেষ চারে পৌঁছলেন আরও পাঁচ ভারতীয় কুস্তিগির। ৬১ কেজি ও ৬৪ কেজি বিভাগে ৫-০ ফলে জিতেছেন যথাক্রমে অভিজিৎ ও লক্ষ্য ফোগট।