ধোনির চারশোতম ম্যাচে অগ্নিপরীক্ষা চেন্নাইয়ের
নিজস্ব প্রতিবেদন
২৪ এপ্রিল: ঘরের মাঠে শুক্রবার অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নামছে চেন্নাই সুপার কিংস। সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে যে ম্যাচ হতে চলেছে মহেন্দ্র সিংহ ধোনির চারশোতম টি-টোয়েন্টি ম্যাচ। ভারতীয়দের মধ্যে ধোনির আগে আছেন রোহিত শর্মা (৪৫৬), দীনেশ কার্তিক (৪১২) এবং বিরাট কোহলি (৪০৭)।
এ বারের আইপিএলে প্রথম আটটা ম্যাচের মধ্যে দু’টো মাত্র ম্যাচ জিতেছে চেন্নাই। রয়েছে টেবিলে দশ নম্বরে। সমসংখ্যক পয়েন্ট পেয়ে হায়দরাবাদ রয়েছে নয় নম্বরে। নেট রানরেটে কিছুটা পিছিয়ে চেন্নাই। ২০২২ সালের মতো খারাপ শুরু হয়েছে ধোনিদের। সে বার তারা শেষ করেছিল ন’নম্বরে। এ বারও কিন্তু চেন্নাইকে নিয়ে আশা করছেন না কেউ। শুক্রবার চেন্নাই-হায়দরাবাদ ম্যাচে যে দল হারবে, তারা মোটামুটি ছিটকে যাবে প্লে-অফে ওঠার দৌড় থেকে।
এত দিন চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামকে বলা হত সিএসেএকে-র দুর্গ। যেখানে ধোনি-বাহিনীকে হারানো প্রায় অসম্ভব ছিল। মন্থর উইকেটে স্পিন শক্তির উপরে নির্ভর করে ম্যাচ জিতত চেন্নাই। কিন্তু এ বার ছবিটা বদলে গিয়েছে। ঘরের মাঠেও ম্যাচ হারতে হয়েছে তাদের। এর আগে চিদম্বরম স্টেডিয়ামে জয়-হারের অনুপাত চেন্নাইয়ের পক্ষে ছিল ৬৮ শতাংশ। সেটা এ বার নেমে এসেছে ২৫ শতাংশে।
চেন্নাইয়ের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, তাদের ব্যাটসম্যানরা স্পিন খেলতে পারছেন না। যার ফলে ধোনিকেও বলতে হয়েছে, ‘‘ঘরের মাঠের পিচে আমাদের ব্যাটসম্যানদের রান পেতে সমস্যা হচ্ছে।’’
অন্য দিকে, হায়দরাবাদ দলটাও ব্যাটিং সমস্যায় ভুগছে। প্রথম ম্যাচে ২৮৬ রান তোলার পরে মনে হচ্ছিল, এ বারের আইপিএলে ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষনরা ঝড় তুলবেন। কিন্তু সেটা আর হয়নি। পঞ্জাব কিংসের বিরুদ্ধে একটা ম্যাচে অসাধারণ শতরান করার পরে আর রান নেই অভিষেকের ব্যাটে। প্রথম ম্যাচে শতরানের পরে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন ঈশান। এর আগের ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধেও ব্যাটিং বিপর্যয় হয়েছিল হায়দরাবাদের। ৩৫ রানের মধ্যে পাঁচ উইকেট পড়ে যায় তাদের। সেখান থেকে হেনরিখ ক্লাসেন এবং অভিনব মনোহর দলকে টানলেও জেতাতে পারেননি হায়দরাবাদকে।
ধোনির চারশোতম টি-টোয়েন্টি ম্যাচে অগ্নিপরীক্ষার সামনে পড়তে চলেছে চেন্নাই। হায়দরাবাদের কাছে হার তাদের ছিটকে দিতে পারে এ বারের আইপিএলের প্লে-অফ দৌড় থেকে। চেন্নাইয়ের ভাগ্য বদলায় কি না, সেটাই দেখার।
আলোচনা: অনুশীলনে অধিনায়ক ধোনি ও কোচ ফ্লেমিং। এক্স