প্রতিশোধের সুর
পুনে, ২৪ এপ্রিল: পহেলগামে জঙ্গি হানায় নিহত বাবার রক্তমাখা পোশাক পরে শেষকৃত্যে হাজির হলেন মেয়ে। বৃহস্পতিবার পুনের বাসিন্দা সন্তোষ জগদালের শেষকৃত্যে যোগ দেন বহু মানুষ। পাকিস্তান-বিরোধী স্লোগান দিতেও শোনা যায় তাঁদের অনেককে। মঙ্গলবার পহেলগামের ওই হামলায় জগদালের মেয়ে আশাভরী ও স্ত্রী বেঁচে যান। যদিও জঙ্গিদের গুলিতে মারা যান জগদাল ও তাঁর শৈশবের বন্ধু কৌস্তভ গানবোটে।
সংবাদ সংস্থা