কোথায়, কবে আঘাতে ‘সর্বোচ্চ ফল’, দেখছে দিল্লি
অগ্নি রায়
নয়াদিল্লি, ২৫ এপ্রিল: পহেলগামের হামলায় জড়িত জঙ্গি এবং তাদের সহযোগী ষড়যন্ত্রকারীরা এমন শাস্তি পাবে, যা তাদের ‘কল্পনারও অতীত’। নাম না করে পাকিস্তানকে এই বার্তা দেওয়ার পাশাপাশি ভারত দ্বিপাক্ষিক সিন্ধু জলচুক্তি স্থগিতের মতো কূটনৈতিক অস্ত্র প্রয়োগের পর সীমান্তে গুলি-বিনিময় শুরু হয়েছে। পাকিস্তানও পাল্টা কিছু নিষেধাজ্ঞা জারি করেছে।
দুই পরমাণু শক্তিধর দেশের সীমান্ত সংঘাত কোন দিকে এগোয়, তা রক্তচাপ বাড়িয়েছে রাষ্ট্রপুঞ্জের। এই পরিস্থিতিতে পাকিস্তানকে ‘শিক্ষা দিতে’ কৌশল তৈরি এবং শক্তিধর রাষ্ট্রগুলিকে সঙ্গে রাখার বিষয়গুলি নিয়ে ২৪ ঘণ্টা কাজ চলছে সাউথ ব্লকে। সূত্রের খবর, পর্যালোচনা করে দেখা হচ্ছে আঘাত হানলে কী কী ঝুঁকি থাকছে। আঘাত হানার কোন স্থান এবং কালটি বেছে নিলে সর্বোচ্চ ফল পাওয়া যাবে, দেখা হচ্ছে তা-ও।
কূটনৈতিক শিবিরের বক্তব্য,