দ্রুত ফেরানো হোক পূর্ণমকে, আর্তি বাবার
কেদারনাথ ঘোষ
রিষড়া: খাওয়া-ঘুম প্রায় উড়েছে। ঘন ঘন জ্ঞান হারাচ্ছেন মা দেবন্তীদেবী এবং ছ’মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী। ফুঁপিয়ে কাঁদছেন বাবা। আট বছরের ছেলে মনমরা। ‘পাকিস্তান রেঞ্জার্স’-এর হাতে বন্দি সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কনস্টেবল পূর্ণমকুমার সাউয়ের চিন্তায় হুগলির রিষড়ায় তাঁর বাড়ির পরিস্থিতি এমনই। কেন্দ্রীয় সরকারের কাছে পরিবারটির আর্তি, যত শীঘ্র সম্ভব দেশে ফেরানো
হোক পূর্ণমকে।
ওই জওয়ানের বাবা ভোলানাথ সাউ শুক্রবার বলেন, ‘‘ছেলে কেমন আছে, জানি না! বৌমা বার বার জ্ঞান হারাচ্ছে। রাষ্ট্রের প্রধানদের কাছে আবেদন করছি, যত তাড়াতাড়ি সম্ভব, ছেলেকে দেশে ফেরানো হোক। ছেলে আবার দেশের হয়ে লড়ুক,
এটাই চাই।’’
বিএসএফের শীর্ষ সূত্রে জানানো হয়েছে, পূর্ণমকে ফেরানো নিয়ে পাকিস্তান রেঞ্জার্সের সঙ্গে বৃহস্পতি ও শুক্রবার কথা হয়েছে। বিএসএফের ডিজি দলজিৎ চৌধরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহনকে বিষয়টি জানিয়েছেন। পহেলগামে হামলা পরবর্তী পরিস্থিতিতে ইসলামাবাদ বিষয়টিকে ভারতের উপরে চাপ বাড়ানোর জন্য ব্যবহার করছে। তাই বিএসএফের অনুরোধে এ পর্যন্ত কিছুটা গা-ছাড়া মনোভাব দেখাচ্ছে তারা। তবে পূর্ণম যাতে নিরাপদে ও দ্রুত ফিরে আসেন, সে জন্য সব রকম চেষ্টা চলছে।