ধ্বংস দুই জঙ্গির বাড়ি
ডেরা গুঁড়িয়ে বার্তা পুলিশের
অনমিত্র সেনগুপ্ত সাবির ইবন ইউসুফ l বারামুলা ও শ্রীনগর
হঠাৎ করে দেখলে মনে হবে, আচমকা আসা টর্নেডো তছনছ করে গুড়িয়ে দিয়েছে শুধু ওই বাড়িটিকে। বাড়ির ছাদ ধসে নীচে নেমে এসেছে। ফলে ঝুলে পড়েছে প্ল্যাস্টিকের জলের ট্যাঙ্ক। আস্ত নেই দরজা-জানলার একটি কাচও। ঘরের মেঝে ভরে রয়েছে কাচের টুকরোয়। বেঁকে গিয়েছে পাখার ব্লেড। ফাটলের সর্পিল রেখা ঘরের দেওয়াল জুড়ে। রান্নাঘরের স্ল্যাবে ডাঁই করে থাকা বাসনে পড়ে খাবারের অবশিষ্টাংশ। একপাশে হেলে রয়েছে ফুটিফাটা গিজ়ার। যা ভেঙে খোঁজা হয়েছে বিস্ফোরক।
ছোট্ট গলির মধ্যে এই বাড়িটিকে ঘিরে একাধিক বাড়ি। তার মধ্যে যাবতীয় ঝড় বয়ে গিয়েছে শুধু এই একটি বাড়ির উপর দিয়েই। পহেলগাম কাণ্ডের অন্যতম স্থানীয় জঙ্গি আসিফ শেখ আগে এই বাড়িতেই থাকত। সন্ত্রাসবাদী হওয়ার সময় থেকে সে ঘরছাড়া। গত কাল তার খোঁজে এসেছিল নিরাপত্তাবাহিনী। স্থানীয়দের অভিযোগ, আসিফকে খোঁজার নামে এই ভাবে ভাঙুচর চালানো হয়। ভেঙেচুরে, তছনছ করে দেওয়া হয় গোটা বাড়ি। আসিফের এক দাদা জঙ্গি কার্যকলাপে জেলে বন্দি। প্রায় দশ