মুর্শিদাবাদের দুই পুলিশ সুপার বদলি
}} বদলি করা হল মুর্শিদাবাদের
দুই পুলিশ জেলার সুপারকে। শুক্রবার নবান্ন যে বদলির নির্দেশিকা প্রকাশ করেছে সেই তালিকা অনুযায়ী, জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায়ের জায়গায় এলেন অমিত কুমার সাউ। তিনি ছিলেন কলকাতা পুলিশের ডিসি পদে। মুর্শিদাবাদ পুলিশ-জেলার
সুপার সূর্য প্রতাপ যাদবের জায়গায় এসেছেন কুমার সানি রাজ। তিনি ছিলেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার। সূর্য প্রতাপ যাদবকে বদলি করা হয়েছে কোচবিহারের নারায়ণী ব্যাটেলিয়ন কমান্ডান্ট পদে। জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায় বদলি হয়েছেন সালুয়ায় ইএফআর-এর (তৃতীয় ব্যাটেলিয়ন) কমান্ডান্ট পদে। রানাঘাট পুলিশ জেলার সুপার পদে পাঠানো হয়েছে
আশিস মৌর্যকে।