পহেলগাম হামলার
নিন্দা মিরওয়াইজ়ের
নিজস্ব সংবাদদাতা
শ্রীনগর, ২৫ এপ্রিল: পহেলগামে নিরীহ পর্যটকদের উপরে জঙ্গি হামলার কঠোর সমালোচনা করলেন হুরিয়ত কনফারেন্সের চেয়ারম্যান মিরওয়াইজ় উমর ফারুক। আজ শ্রীনগরের জামা মসজিদে প্রার্থনা করতে গিয়েছিলেন মিরওয়াইজ়। এক মাস তাঁকে জামা মসজিদে ঢুকতে দেওয়া হয়নি। এক মাস পরে সেখানে ফিরেই পহেলগামের সাম্প্রতিক হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলেছেন হুরিয়ত নেতা। আজ প্রথমেই পহেলগামে নিহতদের শ্রদ্ধা জানাতে সেখানে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পহেলগামে গত মঙ্গলবার জঙ্গিরা হত্যালীলা চালানোর পরের দিনই গোটা কাশ্মীরে বন্ধ ডাকা হয়েছিল। হামলার কড়া নিন্দা করে তখনই সেই বন্ধকে সমর্থন করেছিল হুরিয়ত কনফারেন্স। মিরওয়াইজ় আজ বলেছেন, সে দিন যে ভাবে পর্যটকদের পরিচয় জিজ্ঞেস করে জঙ্গিরা হামলা চালায়, যে পরিস্থিতিতে পরিবারের সামনে নিরীহ পর্যটকদের বেছে বেছে খুন করা হয়েছিল, গোটা পর্বটি তিনি এখনও ভাবলে শিউরে উঠছেন। একই সঙ্গে তিনি নিহত পর্যটকদের প্রতিটি পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পরিবারগুলির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।
যে ভাবে ওই হামলার দিন স্থানীয় কাশ্মীরিরা পর্যটকদের পাশে দাঁড়িয়েছিলেন, সাহায্য করেছিলেন, তার প্রশংসা করেছেন মিরওয়াইজ়। সেই দিন জঙ্গিদের গুলিতে প্রাণ দেওয়া স্থানীয় কাশ্মীরি যুবক আদিল হুসেনের সাহসিকতার প্রশংসা করেন মিরওয়াইজ়। আহত পর্যটকদের হাসপাতালে দেখতে এবং আদিলের বাড়িতে তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে যাতে দেওয়া হয়, প্রশাসনের কাছে সেই আর্জি জানান তিনি। কিছু সংবাদমাধ্যম যে ভাবে কাশ্মীর-বিরোধী প্রচার করছে, তার নিন্দা করে তাঁর বক্তব্য, লাগাতার এই প্রচারের ফলে দেশের অন্য প্রান্তে বসবাসকারী কাশ্মীরিদের জীবনের ঝুঁকি বাড়ছে।