কেন্দ্রের পদক্ষেপের
প্রশংসা ওয়েইসির
}} পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি রদ করার পদক্ষেপের প্রশংসা করেছেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েইসি। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির গৃহীত সিদ্ধান্তগুলির প্রশংসা করেছেন তিনি। বলেছেন, “এটা খুবই ভাল যে, সিন্ধু জলচুক্তি রদ করা হয়েছে। কিন্তু আমরা জল কোথায় রাখব? কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্তই গ্রহণ করুক না কেন, আমরা সমর্থন করব। এটা কোনও রাজনৈতিক বিষয় নয়।” ওয়েইসি আরও বলেন, “জঙ্গি গোষ্ঠীগুলিকে আশ্রয় দেওয়া দেশের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিতে পারে। আন্তর্জাতিক আইন আমাদের পাকিস্তানের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য বিমান ও নৌ-অবরোধ করার এবং অস্ত্র বিক্রির উপরে পাকিস্তানের উপর নিষেধাজ্ঞা আরোপের অনুমতি দেয়। কেন বৈসরন তৃণভূমিতে সিআরপিএফ মোতায়েন করা হয়নি? কেন প্রতিরক্ষা দল সেখানে পৌঁছতে এক ঘণ্টা সময় নিয়েছিল?”
সীমান্তে ঢোকা বন্ধ
}} জম্মুর সুচেতগড়ে ভারত-পাকিস্তান সীমান্ত সাধারণ নাগরিকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার কয়েক দিন পরে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) সুচেতগড়ের অক্ট্রয় পোস্টে সাধারণ নাগরিকদের চলাচল বন্ধ করেছে। বিএসএফ জানিয়েছে, পঞ্জাবের ভারত-পাকিস্তান সীমান্তে আটারি, হুসেইনিওয়ালা এবং সাদকিতে রিট্রিট অনুষ্ঠানের সংখ্যাও কমিয়ে আনা হয়েছে। চতুর্থ বারের মতো সুচেতগড়ে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। ভারতের আন্তর্জাতিক সীমান্ত উত্তরে জম্মু থেকে পশ্চিমে পঞ্জাব, রাজস্থান এবং গুজরাত পর্যন্ত বিস্তৃত।
ধর্ম জিজ্ঞাসা করায়
}} এক মহিলার ধর্ম জিজ্ঞাসা করার অভিযোগে আটক করা হল এক সন্দেহভাজনকে। সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হওয়ার পরে তাকে আটক করেছে গান্ডেরবাল জেলা পুলিশ। ওই ভিডিয়োতে এক মহিলা পর্যটক অভিযোগ করেছেন, সন্দেহভাজন তাঁকে তাঁর ধর্ম সম্পর্কে প্রশ্ন করেছিল। সন্দেহভাজন আয়াজ় আহমেদ জঙ্গল গান্ডেরবালের গোহিপোরা রাইজানের বাসিন্দা। সে সোনামার্গের থাজওয়াসে টাট্টু চালক খুঁজে দেওয়ার কাজ করে। সন্দেহভাজনের সঙ্গে পহেলগাম জঙ্গি হামলার কোনও যোগসূত্র রয়েছে কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ।
ভাগবত বার্তা
}} সঙ্ঘপ্রধান মোহন ভাগবত আওড়ালেন ধর্ম-অর্ধমের কথা। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে পহেলগামে জঙ্গি হামলা প্রসঙ্গে ভাগবতকে বলতে শোনা যায়, ‘‘এই লড়াই ধর্মের সঙ্গে অধর্মের।’’ তাঁর মতে, রামচন্দ্র সংশোধনের সুযোগ দিয়েছিলেন রাবণকে। কিন্তু তাতে কাজ না হওয়ার রাবণের নিধন করেছিলেন। ভাগবত বলেন, ‘‘ধর্ম জানতে চেয়ে খুন করা হয়েছে। কিন্তু হিন্দুরা কখনও এই কাজ করবে না।’’ এই পরিস্থিতিতে এক হয়ে থাকার পরামর্শ দেন ভাগবত।
অমরনাথ যাত্রা
}} পহেলগামে জঙ্গি হামলার প্রভাব এ বছরের অমরনাথ যাত্রায় পড়বে না বলে শুক্রবার জানালেন জম্মু-কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধরি। পহেলগাম বার্ষিক অমরনাথ যাত্রার অন্যতম প্রধান বেস ক্যাম্প। সুরিন্দর বলেছেন, “কেবল পহেলগামে জঙ্গি হামলার কারণে যাত্রা প্রভাবিত হবে না।”