ইডির আর্জি খারিজ
নয়াদিল্লি, ২৫ এপ্রিল: ন্যাশনাল হেরাল্ড মামলায় এখনই সনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও অন্যদের নোটিস দিতে রাজি হল না দিল্লির আদালত। অভিযোগনামায় কিছু নথি মেলেনি বলে জানিয়ে আজ ইডিকে বিচারক নির্দেশ দিয়েছেন তা জমা করতে। বলা হয়েছে, নোটিস জারির বিষয়ে সিদ্ধান্ত তার পরে হবে।
নোটিস জারির জন্য আজ আবেদন করেছিল ইডি। বিশেষ আদালতের বিচারক বিশাল গোগনে জানান, নোটিস দেওয়ার যুক্তিতে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত কোর্ট এমন কোনও নির্দেশ দিতে পারে না। কোর্টকে নির্দেশ দেওয়ার আগে দেখতে হয় কোথাও খামতি রয়েছে কি না। বিচারক জানান, আইনের নতুন ধারা অনুযায়ী ইডির অভিযোগনামা অভিযুক্তদের বক্তব্য না শুনে গ্রহণ করা যাবে না। ইডি অবশ্য কোনও কিছু গোপন করা হচ্ছে না বলে দাবি করে বলেছে, তারা ‘খুবই স্বচ্ছ’। পরবর্তী শুনানির দিন স্থির হয়েছে আগামী ২ মে। সংবাদ সংস্থা