সাভারকর মন্তব্য: রাহুলকে সতর্ক করল শীর্ষ আদালত
নয়াদিল্লি, ২৫ এপ্রিল: বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্য ‘কাণ্ডজ্ঞানহীন’ বলে উল্লেখ করে তাঁকে সতর্ক করল সুপ্রিম কোর্ট। বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি মনমোহনের বেঞ্চ আজ জানিয়েছে, এমন মন্তব্য ফের করলে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে পদক্ষেপ করবে।
সাভারকর ‘ব্রিটিশের দালাল’ বলে ২০২২ সালের ১৭ নভেম্বর ভারত জোড়ো যাত্রায় মন্তব্য করেছিলেন রাহুল। যার জেরে নৃপেন্দ্র পাণ্ডে নামে এক আইনজীবী তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা করেন। তাতে গত ডিসেম্বরে লখনউয়ের আদালত সমন জারি করায় রাহুল ইলাহাবাদ হাই কোর্টের দ্বারস্থ হন। হাই কোর্ট সমন খারিজে সম্মত না হওয়ায় শীর্ষ কোর্টে গিয়েছিলেন তিনি।
আজ শীর্ষ আদালত অবশ্য সেই সমনে স্থগিতাদেশ দিয়েছে। রাহুলের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভিকে বেঞ্চ বলে, “আপনার আইনি যুক্তি পোক্ত এবং স্থগিতাদেশ পেয়ে যাবেন। তবে এর পরে তিনি কিছু বললে আদালত স্বতঃপ্রণোদিত ভাবে তা দেখবে। আমাদের স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে কোনও কথা বলা যাবে না। আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন তাঁরা। আমরা তার এই মর্যাদা দিই?”
রাহুলের ঠাকুমা, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাভারকরকে প্রশংসা করে লেখা চিঠির কথাও উল্লেখ করেছে শীর্ষ আদালত। বেঞ্চ বলেছে, “তিনি (রাহুল) কি জানেন, মহাত্মা গান্ধীও ‘আপনার অনুগত ভৃত্য’ কথাটা ব্যবহার করেছেন? তাঁর ঠাকুমাও সেই স্বাধীনতা সংগ্রামীকে (সাভারকর) যে প্রশংসা করে একটা চিঠি
লিখেছিলেন, সেটাও কি জানেন? ওঁকে স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে কাণ্ডজ্ঞানহীন মন্তব্য করা থেকে বিরত করুন। স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস-ভূগোল কিছু না জেনে এমন মন্তব্য করতে পারেন না।”
সংবাদ সংস্থা