বিস্ফোরণে হত ৪ পাক সেনা
কোয়েটা, ২৫ এপ্রিল: কাশ্মীরে পহেলগামে জঙ্গি হামলার প্রেক্ষিতে টানাপড়েন শুরু হয়েছে ভারত-পাকিস্তান সম্পর্কে। তার মধ্যেই পাকিস্তানের বিদ্রোহী উপদ্রুত বালুচিস্তানে বিস্ফোরণে নিহত হলেন চার পাক সেনা। স্থানীয় পুলিশ জানিয়েছে, বালুচিস্তান প্রদেশের কোয়েটায় রাস্তার পাশে থাকা আইইডি বিস্ফোরণে ওই চার সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন সেনা। কেউ দায় স্বীকার না করলেও এই ঘটনায় সন্দেহের তির বালোচ বিদ্রোহীদের দিকে। সংবাদ সংস্থা