চারশোতম ম্যাচেও ব্যর্থ ধোনি, চেন্নাই-দুর্গ জয় হায়দরাবাদের
নিজস্ব প্রতিবেদন
২৫ এপ্রিল: মহেন্দ্র সিংহ ধোনি শুক্রবার চারশোতম টি-টোয়েন্টি ম্যাচে নামার সময়ে এম এ চিদম্বরম স্টেডিয়ামে উন্মাদনার শেষ ছিল না। ম্যাচের শেষে যদিও হতাশাই সঙ্গী হল সিএসকে ভক্তদের। ৫ উইকেটে সানরাইজ়ার্স হায়দরাবাদের কাছে হেরে পয়েন্ট টেবলে লাস্ট বয় হয়েই এখনও থাকতে হচ্ছে ধোনিদের।
৪০০ টি-টোয়েন্টি ম্যাচের বিরল ক্লাবে ধোনি ছাড়া ভারতীয়দের মধ্যে আছেন শুধু রোহিত শর্মা, দীনেশ কার্তিক ও বিরাট কোহলি। কিন্তু রান পেলেন না চেন্নাইকে পাঁচ বার চ্যাম্পিয়ন করা অধিনায়ক। হর্ষল পটেলের বলে ফিরে গেলেন ১০ বলে ৬ রান করে। চেন্নাই শেষ পর্যন্ত থামে ১৫৪ রানে। চার উইকেট নেন হর্ষল।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ফিরে যান হায়দরাবাদের বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মা। খলিল আহমেদের বলে সহজ ক্যাচ তুলে দেন তিনি তরুণ আয়ুষ মাত্রেকে। তবে ঈশান কিষন (৩৪ বলে ৪৪), কামিন্দু মেন্ডিস (২২ বলে অপরাজিত ৩২), নীতীশ কুমার রেড্ডির (১৩ বলে অরপরাজিত ১৯) ব্যাটে ১৮.৪ ওভারেই জয়ের রান তুলে নেয় হায়দরাবাদ। ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আটে উঠলেন কামিন্সরা।
ম্যাচের পরে ধোনি বলেছেন, ‘‘নিয়মিত ভাবে উইকেট হারিয়েই হারতে হল। আরও ২০-২৫ রান তুলতে পারলে হয়তো জেতার সম্ভাবনা ছিল।’’ যোগ করেন, ‘‘এ রকম একটা প্রতিযোগিতায় একটা, দুটো জায়গায় যদি প্রত্যাশা অনুযায়ী ফল না আসে তা হলেও সামলানো যেতে পারে। কিন্তু দলের বেশির ভাগই যদি খারাপ খেলে তা হলে পরিবতর্নের পথে হাঁটতেই হয়। আমরা স্কোরবোর্ডে যথেষ্ট রান তুলতে পারছি না।’’
এ দিন ডিওয়াল্ড ব্রেভিস প্রথম বার চেন্নাইয়ের জার্সিতে নামেন। ক্রিকেটমহলে তিনি পরিচিত ‘বেবি এবি’ নামে। প্রথম ম্যাচে নেমেই ২৫ বলে ৪২ রান করেন। তবে তাঁকে ফিরে যেতে হয় কামিন্দুর অবিশ্বাস্য ক্যাচে। হর্ষল পটেলের বলে লং অফে ছক্কা মারতে গিয়েছিলেন ব্রেভিস। কামিন্দু শূন্যে ঝাঁপিয়ে ক্যাচ তুলে নেন। উচ্ছ্বসিত অধিনায়ক কামিন্স কোলে তুলে নেন শ্রীলঙ্কার বোলারকে। যিনি দু’হাতেই বল করার বিশেষ ক্ষমতার জন্য পরিচিত। শেষের দিকে দীপক হুডা (২১ বলে ২২) কিছুটা লড়াই করার চেষ্টা করেন। তাঁর জন্যই ১৫০ রান পেরিয়ে যায় সিএসকে।
কিন্তু জয় আর এল কোথায়! প্রথম বার চেন্নাই দুর্গে ধ্বজা ওড়ালো হায়দরাবাদ।
দুই-মেরু: শরীর শূন্যে ভাসিয়ে ক্যাচ কামিন্দুর। (ডান দিকে) ধোনি করেন ১০ বলে ৬। এক্স, গেটি ইমেজেস