মোহনবাগানের শেষ চারে ওঠার পথে কাঁটা সেই নোয়া
নিজস্ব সংবাদদাতা
সুপার কাপের প্রথম ম্যাচেই হেরে বিদায় নিয়েছে ইস্টবেঙ্গল ও মহমেডান স্পোর্টিং। আজ, শনিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে কেরল ব্লাস্টার্সকে হারিয়ে শেষ চারে উঠে মোহনবাগান সুপার জায়ান্ট কি পারবে বাংলার সম্মান রক্ষা করতে?
কেরল পূর্ণশক্তির দল নিয়েই সুপার কাপে খেলছে। কিন্তু আইএসএলে দ্বিমুকুটজয়ী মোহনবাগান প্রথম একাদশের অধিকাংশ ফুটবলারকেই বিশ্রাম দিয়েছে। একটিও ম্যাচ না খেলা নুনো রেইস ছাড়া আর কোনও বিদেশি নেই দলে। বিশ্রাম দেওয়া হয়েছে মনবীর সিংহ, লিস্টন কোলাসো, বিশাল কেথ, শুভাশিস বসু, অনিরুদ্ধ থাপা, আপুইয়া, আশিস রাইদেরও। রাখা হয়েছে সাহাল আব্দুল সামাদ, আশিক কুরুনিয়ন, দীপক টাংরি ও দীপেন্দু বিশ্বাসকে। প্রধান কোচ হোসে ফ্রান্সিসকো মলিনাও স্পেন ফিরে গিয়েছেন। দ্বিতীয় সারির দল নিয়ে দুরন্ত ছন্দে থাকা কেরলকে কি হারাতে পারবে মোহনবাগান?
শেষ আটে কেরলের বিরুদ্ধে ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে সাংবাদিক বৈঠকে মলিনার সহকারী বাস্তব রায় বললেন, ‘‘সুপার কাপ দলের তরুণ ফুটবলারদের কাছে নিজেদের প্রমাণ করার মঞ্চ।’’ সুপার কাপে মোহনবাগানের অধিনায়ক দীপকের কথায়, ‘‘মোহনবাগানে খেলেই বড় হয়েছি। ৮-৯ বছর পরে মূল দলে খেলার স্বপ্ন আমার পূরণ হয়েছে। তারুণ্য ও অভিজ্ঞতার সংমিশ্রনে গঠিত আমাদের এই দল আশা করি দল ভালই খেলবে।’’ আরও বললেন, ‘‘কেরল হারিয়েছে ইস্টবেঙ্গলকে। ওদের কোচও পরিবর্তন হয়েছে। মাঠে নেমে আমাদের প্রত্যেককে ১০০ শতাংশ দিতে হবে। দলের তরুণরা জার্সির গুরুত্ব সম্পর্কে ওয়াকিবহাল। ওদেরও দায়িত্ব নিতে হবে।’’
আইএসএলে এই মরসুমে কেরলের বিরুদ্ধে দু’টি ম্যাচেই জিতেছিল মোহনবাগান। ভুবনেশ্বরে শনিবার কী হবে? বিধ্বংসী নোয়া সাদিউকে কি আটকাতে পারবে মোহনবাগানের রক্ষণ? আত্মবিশ্বাসী দীপক বললেন, ‘‘নোয়ার জন্য পরিকল্পনা আমাদের কোচ নিশ্চয়ই করেছেন। ওকে আটকানোর দায়িত্ব যার ওপরে থাকবে, আশা করছি সে সফল হবে। আমাদের একটা দল হিসেবে খেলতে হবে।’’ মোহনবাগানকে হারিয়ে শেষ চারে উঠতে মরিয়া নোয়ার হুঙ্কার, ‘‘ওরা দ্বিমুকুট জিতেছে। তবে আমরাও বড় ক্লাব। আগের ম্যাচ থেকে ইতিবাচক দিকগুলো নিয়েছি আমরা। ভুলত্রুটি যা হয়েছিল, শুধরে নেওয়া চেষ্টা করেছি।” সুপার কাপের শেষ আটে শনিবার এফসি গোয়া খেলবে পঞ্জাব এফসি-র বিরুদ্ধে।
আজ সুপার কাপে: মোহনবাগান বনাম কেরল ব্লাস্টার্স (বিকেল ৪.৩০), এফসি গোয়া বনাম পঞ্জাব এফসি (রাত ৮.০০)। দুটি ম্যাচেরই সম্প্রচার স্টার স্পোর্টস থ্রি চ্যানেলে।
মহড়া: কেরলকে হারাতে মোহনবাগানের ভরসা সাহাল। এক্স